চাঁদে টিনটিন
চাঁদে টিনটিন (ফরাসি: On a marché sur la Lune) দুঃসাহসী টিনটিন সিরিজের ১৭তম কমিক বই। এটি প্রথম ১৯৫৪ সালে প্রকাশিত হয়। এটি দুই পর্বের একটি সিরিজের প্রথম অংশ।
চাঁদে টিনটিন (On a marché sur la Lune) | |
---|---|
![]() | |
তারিখ | ১৯৫৪ |
সিরিজ | দুঃসাহসী টিনটিন |
প্রকাশক | কাস্টরম্যান |
সৃজনশীল দল | |
উদ্ভাবকরা | এর্জে |
মূল প্রকাশনা | |
প্রকাশিত হয়েছিল | টিনটিন ম্যাগাজিন |
প্রকাশনার তারিখ | ২৯শে অক্টোবর, ১৯৫২ - ২৯শে ডিসেম্বর, ১৯৫৩ |
ভাষা | ফরাসি |
আইএসবিএন | ৯৭৮-২-২০৩-০০১১৬-৯ |
অনুবাদ | |
প্রকাশক | আনন্দ পাবলিশার্স |
তারিখ | ১৯৯৫ |
অনুবাদক | নীরেন্দ্রনাথ চক্রবর্তী |
কালপঞ্জি | |
পূর্ববর্তী | চন্দ্রলোকে অভিযান (১৯৫৩) |
পরবর্তী | ক্যালকুলাসের কাণ্ড (১৯৫৬) |
গল্প
চাঁদে রকেট নিরাপদে অবতরণ করলে প্রথম সেখানে পদার্পণ করে টিনটিন। চাঁদের বুকে নানা গবেষণা চালান ক্যালকুলাস। তাকে সাহায্য করেন ক্যাপ্টেন হ্যাডক ও টিনটিন। ভুলক্রমে জনসন ও রনসন রকেটে থাকায় তারাও চাঁদে চলে আসে। অক্সিজেনের অভাবে আগেই ফিরে আসার চেষ্টা করতে জানা যায় তাদেরই মধ্যে আছে কোনো শত্রুদেশের গুপ্তচর যে কিনা রকেটে লুকিয়ে রেখেছিল এক ভাড়াটে খুনীকে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Explorers on the Moon Official Website
- Explorers on the Moon at Tintinologist.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.