চাঁদপুর রেলওয়ে স্টেশন
চাঁদপুর রেলওয়ে স্টেশন (আঞ্চলিকভাবে পরিচিত বড়স্টেশন হিসেবে) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত জেলার প্রধান ও লাকসাম-চাঁদপুর রেলপথের সর্বশেষ রেলওয়ে স্টেশন।[1][2]
চাঁদপুর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অন্যান্য নাম | বড়স্টেশন |
অবস্থান | চাঁদপুর সদর উপজেলা চাঁদপুর জেলা, চট্টগ্রাম বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
প্ল্যাটফর্ম | ১ |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১ জুলাই ১৮৯৫ |
পরিষেবা | |
যাত্রীবাহী, মালবাহী
| |
অবস্থান | |
![]() |
ইতিহাস
১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়।[3] এসময় লাকসাম-চাঁদপুর লাইনের সর্বশেষ স্টেশন হিসেবে চাঁদপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
চাঁদপুর রেলওয়ে স্টেশন দিয়ে নিম্নলিখিত ট্রেন চলাচল করে:[4]
ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার সময় চট্টগ্রাম থেকে দুটি ঈদ স্পেশাল ট্রেন চলাচল করে, যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের কোচ ব্যবহার করা হয়। মালবাহী ট্রেন মাঝেমধ্যে চলাচল করে তবে নিয়মিত নয়।
তথ্যসূত্র
- "নতুন ভবনে চলছে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনের কার্যক্রম"। চাঁদপুর টাইমস। ২০১৯-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
- ":: চাঁদপুর কন্ঠ ::"। www.chandpur-kantho.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
- "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৪।
- "চাঁদপুর ট্রেনের নাম ও সময়সূচি"। morningringer.com। ২০১৯-০২-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।