চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের চাঁদপুর জেলায় অবস্থিত বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
CSTU (চাঁবিপ্রবি) | |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০২১ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার |
ঠিকানা | চাঁদপুর অস্থায়ী ক্যাম্পাস : হোল্ডিং নং : ০৯৩৭-০২, খলিশাডুলী, ওয়াপদা গেট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০, বাংলাদেশ , , ২৩.২৪৬৯৫৯° উত্তর ৯০.৬৮৭৩৩৭° পূর্ব |
শিক্ষাঙ্গন | ৬০ একর |
সংক্ষিপ্ত নাম | CSTU (চাঁবিপ্রবি) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | cstu |
ইতিহাস
২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।[1][2] সংসদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস[3] হয় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর ।[4] অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি ২৫ শে জানুয়ারি ২০২১ সাল থেকে চাঁবিপ্রবির উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পান।[5]
অবস্থান
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলা শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চাঁদপুর–হাইমচর উপজেলা সড়কের ঠিক পুবর্পাশেই নিরীবিলি ও শান্ত পরিবেশে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর গ্রামে ৬০ একর জায়গা জুড়ে অবস্থিত।
উপাচার্যগণ
নিম্নোক্ত ব্যক্তিবর্গ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর |
---|---|---|---|
১ | অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার | ২৫ জানুয়ারি ২০২১ | বর্তমান |
প্রারম্ভিক বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ
- বিএসসি (ইঞ্জি.) : কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE)[6]
- বিএসসি (ইঞ্জি.) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)[7]
- বিবিএ (অনার্স) : ব্যবসায় প্রশাসন (B.B.A)
প্রস্তাবিত
- বিএসসি (ইঞ্জি.) : পুরকৌশল (Civil Engineering)
- বিএসসি (আর্ক.) : স্থাপত্য (Architecture)
তথ্যসূত্র
- "বিশ্ববিদ্যালয় হচ্ছে চাঁদপুর ও হবিগঞ্জে"। বিডিনিউজ২৪। ডিসেম্বর ২৩, ২০১৯। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৪, ২০১৯।
- "চূড়ান্ত অনুমোদন পেল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন"। দৈনিক যুগান্তর। ডিসেম্বর ২৩, ২০১৯। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৪, ২০১৯।
- "চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০"। বাংলাদেশ আইন। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১।
- "চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সেপ্টেম্বর ৯, ২০২০। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৯, ২০২০।
- "চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটির প্রথম ভিসি অধ্যাপক নাছিম"। দৈনিক যুগান্তর। জানুয়ারি ৩০, ২০২১। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০২১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১।