চাঁদখালী ইউনিয়ন
চাঁদখালী ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন
- গ্রামঃ চাঁদখালী ইউনিয়ন ৯ টি গ্রাম নিয়ে গঠিত
চাঁদখালী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
চাঁদখালী ইউনিয়ন চাঁদখালী ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২২°৩২′৭.১″ উত্তর ৮৯°১৫′০.৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | পাইকগাছা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
।[1]
অবস্থান ও আয়তন
চাঁদখালী ইউনিয়নের উত্তরে রাড়ুলী ইউনিয়ন, দক্ষিণে আমাদী ইউনিয়ন, পূর্বে লস্কর ইউনিয়ন, এবং পশি্চমে কপোতাক্ষ নদ।
নদনদী
- ১। চাঁদখালী নদী
- ২। নৈল নদী
- ৩। দোয়াইনী খাল
- ৪। কাটাখালী খাল
- ৫। কাটাবুনিয়া খাল
- ৬। ফতেপুর গেটের খাল[2]
শিক্ষাপ্রতিষ্ঠান
- চাঁদখালী কলেজ
- চাঁদখালী বহুমুখী বিদ্যালয়
- কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়
- কে ডি এস মাধ্যমিক বিদ্যালয়
- ই.সি.ডি কিন্ডারগার্টেন স্কুল,গজালিয়া
- গজালিয়া সরকারি বালিকা বিদ্যালয়
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.