চর শৌলমারী ইউনিয়ন

নামকরণ

চর শৌলমারী মৌজার নাম অনুযায়ী ইউনিয়নের নামকরণ করা হয়।

অবস্থান

চর শৌলমারী ইউনিয়নটি রৌমারী উপজেলা সদর থেকে প্রায় ১৪-১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। এ ইউনিয়নের পশ্চিমে ব্রহ্মপুত্র নদ ঘেঁষা চিলমারী উপজেলার দুটি ইউনিয়ন অষ্টমীরচর ইউনিয়ননয়ারহাট ইউনিয়ন, উত্তরে উলিপুর উপজেলার সাহেবার আলগা ইউনিয়ন, দক্ষিণে বন্দবেড় ইউনিয়ন এবং পূর্বে দাঁতভাঙ্গা ইউনিয়ন অবস্থিত।

জনসংখ্যার উপাত্ত

এই ইউনিয়নটি ২০১৪ সালে যাত্রা শুরু করে।ডিসেম্বর ২০২০, ইউপি নির্বাচন তথ্যমতে চরশৌলমারী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪১ জন।তন্মধ্যে পুরুষ ৯ হাজার ৮৯৭ ও মহিলা ১০ হাজার ১৪৪ জন ভোটার রয়েছে।

প্রশাসনিক কাঠামো

চর শৌলমারী ইউনিয়ন রৌমারী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রৌমারী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮নং নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর ইটালুকান্দা
  • কাজাইকাটা
  • খড়ানির চর
  • শান্তির চর
  • মীরপাড়া
  • চর কাজাইকাটা
  • ফুলকার চর
  • মশালের চর
  • মিয়ার চর
  • চর শৌলমারী
  • সোনাপুর
  • গেন্দার আলগা
  • চর দৈইখাওয়া
  • কলেজপাড়া
  • ওয়াহেদ নগর
  • পাখীউড়া
  • ঘুঘুমারী
  • সুখেরবাতি
  • খেদাইমারী
  • উত্তরবাগুয়ার চর

শিক্ষা ব্যবস্থা

চরশৌলমারী ইউনিয়নের মানুষ অত্যন্ত শিক্ষানুরাগী।এই ইউনিয়নে ৩টি কলেজ,৪টি উচ্চ বিদ্যালয়,১টি দাখিল মাদ্রাসা,৪টি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং প্রায় প্রতিটি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

মোটামুটি ভালো।তবে নদী তীরবর্তী ইউনিয়ন হওয়ার কারণে রাস্তাঘাট খুব বেশি দিন স্থায়ী থাকে না।

খাল ও নদী

হলহলিয়া নদী ও ব্রহ্মপুত্র নদ উল্লেখযোগ্য।

হাট-বাজার

চর শৌলমারী ইউনিয়নে ছোট বড় কয়েকটি হাট বাজার রয়েছে। সেগুলো হলো-

  1. চর শৌলমারী হাট-বাজার
  2. শেখের হাট-বাজার
  3. পাখিউড়া হাট-বাজার
  4. সোনাপুর হাট-বাজার

দর্শনীয় স্থান

ব্রক্ষপুত্র নদের বাম তীর, ঘুঘুমারী, মিয়ার চর হলহলিয়া নদী (বিল), পাখীউড়া ব্রীজ উল্লেখযোগ্য।

প্রশাসন

এই ইউনিয়নটি ২০১৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ পর্যন্ত দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিসেম্বর ২০২০, ইউপি নির্বাচন তথ্যমতে চরশৌলমারী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪১ জন। ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "রৌমারী উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.