চর বেতাগৈর ইউনিয়ন
চর বেতাগৈর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
চর বেতাগৈর | |
---|---|
ইউনিয়ন | |
১৩নং চর বেতাগৈর ইউনিয়ন পরিষদ | |
চর বেতাগৈর চর বেতাগৈর | |
স্থানাঙ্ক: ২৪°৩৩′৫৩″ উত্তর ৯০°৪০′৫৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | নান্দাইল উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
চর বেতাগৈর ইউনিয়নের পশ্চিমে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন, উওরে ঈশবরগনজ উপজেলার রাজিবপুর ইউনিয়ন, উওর -পূর্বে ঈশ্বরগনজ উপজেলার মগটুলা ইউনিয়ন, পূর্ব দিকে বীর বেতাগৈর ইউনিয়ন, দক্ষিণ দিকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন অবস্থিত এবং দক্ষিণ-পূর্বে কিশোরগঞ্জের চর হোসেনপুর ইউনিয়ন।
দর্শনীয় স্থান সমূহ!
- ভাষা সৈনিক মুক্তিযোদ্ধের অন্যতম সংঘটক জননেতা রফিক উদ্দিন ভূইয়া সেতু #ব্রম্মপুত্র নদের ব্রীজ (আতাউর মোড় টু বালিপাড়া)।
- চর কোমড় ভাঙ্গা-চর উওরবন্দ সুইসগেট।
- জামাতে অংশগ্রহণের ভিত্তিতে শোলকিয়ার ঈদগাহ মাঠের পরে ঐতিহাসিক চর ভেলামারী ঈদগাহ ময়দান।
- চর কামট খালি মাদ্রাসা মসজিদ।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- ফরিদ উদ্দিন সরকার
আরও দেখুন
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.