চর কাঁকড়া ইউনিয়ন

চর কাঁকড়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

চর কাঁকড়া
ইউনিয়ন
৪নং চর কাঁকড়া ইউনিয়ন পরিষদ
চর কাঁকড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর কাঁকড়া
চর কাঁকড়া
চর কাঁকড়া বাংলাদেশ-এ অবস্থিত
চর কাঁকড়া
চর কাঁকড়া
বাংলাদেশে চর কাঁকড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫০′১৪″ উত্তর ৯১°১৬′১৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট১৪.৭২ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৫,৭৯৮
  জনঘনত্ব২,৪০০/বর্গকিমি (৬,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৩.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৫০
ওয়েবসাইটওয়েবসাইট

আয়তন

চর কাঁকড়া ইউনিয়নের আয়তন ১৪.৭২ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর কাঁকড়া ইউনিয়নের জনসংখ্যা ৩৫,৭৯৪ জন।

অবস্থান ও সীমানা

কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিমাংশে চর কাঁকড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে সিরাজপুর ইউনিয়ন, উত্তরে বসুরহাট পৌরসভা, উত্তর-পূর্বে চর হাজারী ইউনিয়ন, পূর্বে রামপুর ইউনিয়ন, দক্ষিণে ও দক্ষিণ-পশ্চিমে চর ফকিরা ইউনিয়ন এবং পশ্চিমে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

চর কাঁকড়া ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর কাঁকড়া
  • পশ্চিম চর কাঁকড়া
  • পূর্ব চর কাঁকড়া
  • দক্ষিণ চর কাঁকড়া

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর কাঁকড়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৩.৬%।[1] এ ইউনিয়নে ৪টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদরাসা, ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

প্রাথমিক বিদ্যালয়[2]

  • দক্ষিণ পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরকাঁকড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাজিরহাট এ মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর পূর্বচর কাঁকড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য পূর্ব চর কাঁকড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চরকাঁকড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্যা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

  • ডাঃ আবদুল হালিম

সাবেক মেয়র, বসুরহাট পৌরসভা

যোগাযোগ ব্যবস্থা

কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বাস বা সিএনজি যোগে চরকাঁকড়া ইউনিয়নে আসা যায়।

খাল ও নদী

খাল ও নদীর তালিকা[3]

  • চাপরাশি খাল
  • রূপনগর খাল
  • রাস্তার মাথা খাল
  • টেকের বাজার খাল
  • চর কালী–চর কাঁকড়া যৌথ খাল

হাট-বাজার

হাট-বাজারের তালিকা[4]

  • পেশকার হাট
  • টেকের বাজার
  • নতুন বাজার

দর্শনীয় স্থান


জনপ্রতিনিধি

বর্তমান পরিষদ[5]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ হানিফ সবুজ[6] চেয়ারম্যান
মোঃ একরামুল হক সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
জামাল উদ্দিন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
রফিক উল্ল্যাহ সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ রাসেল সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
আলা উদ্দিন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
ওমর ফারুক সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
শেখ ফরিদ সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
বাহার উল্যাহ সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ সৌরভ হোসেন সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
ফেরদাউস আরা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
মনোয়ারা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
হাজেরা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চর কাঁকড়া ইউনিয়ন"dpe.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭
  3. "খাল ও নদী, চর কাঁকড়া ইউনিয়ন"charkakraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭
  4. "হাট-বাজারের তালিকা, চর কাঁকড়া ইউনিয়ন"charkakraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭
  5. "বর্তমান পরিষদ, চর কাঁকড়া ইউনিয়ন"charkakraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭
  6. "চেয়ারম্যান, চর কাঁকড়া ইউনিয়ন"charkakraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.