চর ঈশ্বরদিয়া ইউনিয়ন
চর ঈশ্বরদিয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
চর ঈশ্বরদিয়া | |
---|---|
ইউনিয়ন | |
চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ | |
চর ঈশ্বরদিয়া চর ঈশ্বরদিয়া | |
স্থানাঙ্ক: ২৪°৪৪′৫৭″ উত্তর ৯০°২৫′১৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ময়মনসিংহ সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
ময়মনসিংহ সদর উপজেলা হতে নদী পথে ৩ কিলোমিটার ও সড়ক পথে ৮ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রশাসনিক এলাকা
- গ্রামের সংখ্যা -৯টি
- মৌজা -৫টি
গ্রাম
চর বড়বিলা পুঠামারা, চর বড়বিলা নীলের কুঠি, চর বড়বিলা মধ্যপাড়া, চর হরিপুর পূর্ব পাড়া, চর হরিপুর পশ্চিম পাড়া, চর লক্ষীপুর, বাজিতপুর, আলালপুর পশ্চিমপাড়া, আলালপুর পূর্ব পাড়া।
আয়তন ও জনসংখ্যা
আয়াতন ৩৪.৬৬৮ বর্গ কি: মি:। মোট লোকসংখ্যাঃ ৫০০৪৪ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৮৫.৮২% (২০০১-এর শিক্ষার জরীপ অনুযায়ী) ।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা ২টি
- মাধ্যমিক বিদ্যালয় ১টি
- নিম্ন-মাধ্যমিক-বিদ্যালয় ১টি
- প্রাথমিক বিদ্যালয় ৩টি
দর্শনীয় স্থান
- ব্রহ্মপুত্র নদের চর
- ময়মনসিংহ জুট মিল
- ময়মনসিংহ পাওয়ার স্টেশন
- খাজা শাহ্ ছাইফুদ্দীনের মাজার
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোস্তফা সেলিম
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আফতাব উদ্দিন সরকার | ১৯৭২ হতে ১৯৮০ |
০২ | আ: বারেক সরকার | ১৯৮০ হতে ১৯৮৪ |
০৩ | শাহাব উদ্দিন সরকার | ১৯৮৪ হতে ১৯৮৮ |
০৪ | ফয়েজ উদ্দিন মন্ডল | ১৯৮৮ হতে ১৯৯২ |
০৫ | শাহাব উদ্দিন মন্ডল | ১৯৯২ হতে ১৯৯৭ |
০৬ | এমদাদুল হক মন্ডল | ১৯৯৭ হতে ২০১০ |
০৭ | মোর্শেদুল আলম জাহাঙ্গীর | ২০১১ হতে ২০১৯ |
০৮ | মোস্তফা সেলিম | ২০১৯ হতে চলমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "চরঈশ্বরদিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- "ময়মনসিংহ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.