চর আমখাওয়া ইউনিয়ন
চর আমখাওয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
চর আমখাওয়া | |
---|---|
ইউনিয়ন | |
২নং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ। | |
চর আমখাওয়া চর আমখাওয়া | |
স্থানাঙ্ক: ২৫°৮′৪৪″ উত্তর ৮৯°৪৭′৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | জামালপুর জেলা |
উপজেলা | দেওয়ানগঞ্জ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
দেওয়ানগঞ্জ উপজেলার থেকে প্রায় ২৫ কিমি. উত্তরে অবস্থিত। উত্তরে ডাংধরা ইউনিয়ন, পূর্বে পাররামরামপুর ইউনিয়ন, দক্ষিন পূর্বে হাতিভাংগা,দক্ষিন পশ্চিমে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন পশ্চিমে গাইবান্ধা সদর উপজেলার মোল্লার চর ইউনিয়ন।
writer-S.M Khokon
ইতিহাস
১৯৭১ সালে চর আমখাওয়া ইউনিয়ন(সানান্দবাড়ি) অন্যতম মুক্তাঞ্চল ছিলো। এই ইউনিয়ন জেলার সর্ববৃহৎ হাটবাজার সানান্দবাড়ি অবস্থিত যা জেলার সবগুলো হাটবাজার এর মধ্যে সর্বোচ্চ রাজস্ব প্রদান করে প্রায় ১০০০০০০০ (এক কোটি)
তথ্য সংগ্রহ-খোকন
শিক্ষা
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
সানান্দবাড়ী বাজারের পূর্ব পাশে জিন্জিরাম নদীর অপরুপ সোন্দর্য। সানান্দবাড়ী জিন্জিরাম ব্রিজ
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ
১|জনাব আঃ হাই আকন্দ(১৯৬৫-১৯৭২) ২|জনাব আব্দুর রাজ্জাক সরকার ৩|জনাব আকরাম হোসেন মন্ডল ৪|জনাব শেখ আঃ কাদের (ভারপ্রাপ্ত) ৫|জনাব আবু বক্কর সিদ্দিক ৬|জনাব এডভোকেট আঃ সালাম মন্ডল ৭|জনাব ইদ্রিস আলী সরকার ৮|জনাব প্রভাষক মোঃ নুরুল ইসলাম ৯|জনাব মোঃ নাজিম উদ্দিন ১০|জনাব ইদ্রিস আলী সরকার ১১|জনাব মোঃ শামছুল আলম(ভারপ্রাপ্ত) ১২|জনাব মোঃ শহিদুর রহমান মন্ডল ১৩|জনাব মোঃ আজিজুর রহমান আকন্দ ১৪|জনাব মোঃ হাবেজ উদ্দিন (প্যানেল চেয়ারম্যান-১) ১৫|জনাব মোঃ জিয়াউল ইসলাম জিয়া(২৮-০২-২০২২ ইং থেকে বর্তমান) তথ্য সংগ্রাহক-শেখ মোঃ খোকন(উত্তর লংকার চর) আরও দেখুনতথ্যসূত্র
|
---|