চরযশোরদী ইউনিয়ন
চরযশোরদী ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
চরযশোরদী | |
---|---|
ইউনিয়ন | |
১নং চরযশোরদী ইউনিয়ন পরিষদ | |
চরযশোরদী চরযশোরদী | |
স্থানাঙ্ক: ২৩°২৪′৫৮″ উত্তর ৮৯°৫৩′৪৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ফরিদপুর জেলা |
উপজেলা | নগরকান্দা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
অবস্থান চরযশোরদী ইউনিয়নের উত্তরে রয়েছে কোদালিয়া শহিদ নগর ইউনিয়ন । দক্ষিণে মুকসুদপুর থানা । র্পূবে ভাংগা থানার আলগী ইউনিয়ন । পশ্চিমে বল্লভদী ইউনিয়ন এবং ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদী।
প্রশাসনিক এলাকা
ইউনিয়নের আয়তন ১৯.৩২ কিঃ মিঃ ( ১২ বর্গমাইল)
- লোক সংখ্যা ৩০৮৯৮
- পুরুষ ১৫৭১৯
- মহিলা ১৫১৭৯
- মোট জমির পরিমান ৭৬৩২ একর।
- আবাদী জমির পরিমান ৭৫৪২ একর।
- অনাবাদি জমির পরিমান ৯০ একর।
- রাস্তার মোট পরিমান ১১৮
- পাকা রাস্তা ২৯
- আধা পাকা রাস্তা ৮৯
- মোট নলকুপের পরিমান ১৭২
গভীর ৭২ ও অগভীর ১০০
শিক্ষা
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "চরযশোরদী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০।
- "নগরকান্দা উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.