চন্দ্রভোগ বিল

চন্দ্রভোগ বিল বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত। এটি রাজধানী ঢাকা থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বাংলাদেশে অবস্থিত।

চন্দ্রভোগ বিল
Chandra Vog Bil
জলাভূমি
দেশ  Bangladesh
Lalawigan Rangpur Division
Elevation ৪৯ মিটার (১৬১ ফিট)
Coordinates ২৫.৯৩৭৪৪° উত্তর ৮৮.৫১০৯১° পূর্ব / 25.93744; 88.51091
সময় অঞ্চল BST (UTC+6)

চন্দ্র ঘোভার বিলের আশেপাশের গ্রামাঞ্চল প্রায় সম্পূর্ণ ঢাকা রয়েছে।চন্দ্র ভোগ বিলের চারপাশে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৭৯০ জন লোক রয়েছে যা অত্যন্ত জনবহুল, জলবায়ু আর্দ্র এবং উপনিবেশীয়। গড় তাপমাত্রা ২২ ডিগ্রি সে। উষ্ণতম মাস হল সেপ্টেম্বর, ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সবচেয়ে ঠান্ডা জানুয়ারী ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রতি বছর গড় বৃষ্টিপাত ১৯১৮ মিলিমিটার। আর্দ্রতম মাসে সেপ্টেম্বর হয়, ৩৯৫ মিলিমিটার বৃষ্টিপাত এবং ১ মিমিটার সাথে আর্দ্রতম ডিসেম্বর।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.