চন্দ্রনাথ সিংহ
চন্দ্রনাথ সিনহা একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মৎস্যমন্ত্রী। তিনি যথাক্রমে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন ২০১১ এবং ২০১৬ সালের বোলপুর আসন থেকে নির্বাচিত বিধানসভার সদস্যও।[1][2][3]
চন্দ্রনাথ সিনহা | |
---|---|
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী | |
কাজের মেয়াদ ২০ মে ২০১১ – ২৭ ডিসেম্বর ২০১১ | |
উত্তরসূরী | সুব্রত মুখোপাধ্যায় |
সংসদীয় এলাকা | বোলপুর |
পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন | |
কাজের মেয়াদ ৭ ডিসেম্বর ২০১১ – ২১ নভেম্বর ২০১২ | |
সংসদীয় এলাকা | বোলপুর |
মৎস্যমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২১ নভেম্বর ২০১২ | |
সংসদীয় এলাকা | বোলপুর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ নভেম্বর ১৯৬২ |
রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
বাসস্থান | বোলপুর |
ধর্ম | হিন্দু |
তথ্যসূত্র
- "Mamata allots portfolios, keeps key ministries"। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০।
- All the Didi's men
- "Ministers in Mamata's Cabinet"। Government of West Bengal। ২১ মে ২০১১। ৫ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.