চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮

চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৮ বাংলাদেশে ৩রা মার্চ ১৯৮৮ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল; যেমন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, ন্যাপ (মুজাফ্‌ফর) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি[1] নির্বাচনে জাতীয় পার্টি জয় লাভ করে, তারা ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসন লাভ করে। মোট ভোটারদের মধ্যে ৫২.৫% ভোট গৃহীত হয়েছিল।

চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮

 মার্চ ১৯৮৮ (1988-03-03)

জাতীয় সংসদের ৩০০টি আসনের
সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন
  প্রথম দল
 
নেতা/নেত্রী হুসেইন মুহাম্মদ এরশাদ
দল জাতীয় পার্টি
নেতা হয়েছেন ১৯৮৬
নেতার আসন রংপুর
গত নির্বাচন ১৫৩
আসনে জিতেছে ২৫১
আসন পরিবর্তন +৯৮
জনপ্রিয় ভোট ১৭,৬৮০,১৩৩
শতকরা ৬৮.৪%

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

মিজানুর রহমান চৌধুরী
জাতীয় পার্টি

প্রধানমন্ত্রী-মনোনীত

মওদুদ আহমেদ
জাতীয় পার্টি

ফলাফল

দলভোট%আসন+/–
জাতীয় পার্টি১,৭৬,৮০,১৩৩৬৮.৪৪২৫১+৯৮
সম্মিলিত বিরোধী দল৩২,৬৩,৩৪০১২.৬৩১৯নতুন
বাংলাদেশ ফ্রিডম পার্টি৮,৫০,২৮৪৩.২৯নতুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (সিরাজ)৩,০৯,৬৬৬১.২
বাংলাদেশ খিলাফত আন্দোলন১,০৫,৯১০০.৪১
তেইশ দলীয় জোট১,০২,৯৩০০.৪নতুন
গণতন্ত্র বাস্তবায়ন পার্টি৪,২০৯০.০২নতুন
জন দল২৮,৯২৯০.১১
স্বতন্ত্র৩৪,৮৭,৪৫৭১৩.৫২৫–৭
মোট২,৫৮,৩২,৮৫৮১০০৩০০
উৎস: নোহলেন, বাংলাদেশ সরকার
কিছু তথ্য
  • মোট ভোটর - ৪,৯৮,৬৩,৮২৯[2]
    • পুরুষ - ২,৬৩,৭৯,৯৪৪
    • মহিলা - ২,৩৪,৮৩,৮৮৫

তথ্যসূত্র

  1. Nohlen, D, Grotz, F & Hartmann, C (2001) Elections in Asia: A data handbook, Volume I, p536 ISBN 019924958
  2. "বাংলাদেশ নির্বাচন কমিশন"। ১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.