চণ্ডিপুর ইউনিয়ন, নওগাঁ সদর

চন্ডিপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[1][2]

চন্ডিপুর
ইউনিয়ন
চন্ডিপুর ইউনিয়ন পরিষদ
চন্ডিপুর
চন্ডিপুর
বাংলাদেশে চণ্ডিপুর ইউনিয়ন, নওগাঁ সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৬′৯″ উত্তর ৮৮°৫৭′১১″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানওগাঁ জেলা
উপজেলানওগাঁ সদর উপজেলা 
সরকার
  চেয়ারম্যানজনাব বেদারুল ইসলাম মুকুল
আয়তন
  মোট১৪.৯৪ বর্গকিমি (৫.৭৭ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৬,৫৭৬
  জনঘনত্ব২,৪০০/বর্গকিমি (৬,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৫০০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

কালের স্বাক্ষী বহনকারী তুলসী গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা নওগাঁ সদর উপজেলার একটি এলাকা চন্ডিপুর।

নওগাঁ সদর উপজেলা পরিষদ হতে ৭ কিলোমিটার দক্ষিণে। পূর্বে বগুড়া জেলার শান্তাহার ইউনিয়ন

ইতিহাস

স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এ ইউনিয়নের সীমানা পূর্বে খিদিরপুর পর্যন্ত বিস্তৃত ছিল। এই এলাকার লোকেরা মুক্তিযুদ্ধে ব্যপক অবদান রাখেন।

প্রশাসনিক এলাকা

নওগাঁ সদর

আয়তন ও জনসংখ্যা

আয়তন:১৪.৯৪ বর্গ কিলোমিটার

জনসংখ্যা :৩৬,৫৭৬ জন

শিক্ষা

শিক্ষার হার :৭০ শতাংশ

শিক্ষা প্রতিষ্ঠান:ইলশাবাড়ি উচ্চবিদ্যালয়, গাংজোয়ার উচ্চবিদ্যালয়, সায়েমউদ্দীন মেমোরিয়াল একাডেমী,শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি।

দর্শনীয় স্থান

বাংলাদেশের একটি সুন্দর ইউনিয়ন পরিষদ ভবন,মাননীয় চেয়্যারম্যান মহোদয় কতৃক নির্মিত জাতীর সূর্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ,আনন্দবাজার দিঘী, গাংজোয়ার উচ্চবিদ্যালয় ভবন,বলিরঘাট দক্ষিণপাড়া জামে মসজিদ ইত্যাদি।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক এমপি।

এ্যাডভোকেট আ.স.ম সায়েম (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, নওগাঁ উপজেলা পরিষদ, নওগাঁ।)

জনাব বেদারুল ইসলাম মুকুল চেয়ারম্যান। (অ্যাডভোকেট বসিরউদ্দিন, নওগাঁ)

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- জনাব মোঃ বেদারুল ইসলাম মুকুল

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ মো: আব্দুস সামাদ
০২ মো: আব্দুস সামাদ
০৩ মো: আব্দুস সামাদ
০৪
০৫ মো: বছির উদ্দীন
০৬ মো: মোস্তাক হোসেন
০৭ মো: আব্দুস সামাদ
০৮ মো: মোস্তফা
০৯ কাজী আব্দুল করিম ২০০৩ - ২০১১
১০ মো: সাহার আলী মন্ডল ২০১১ -

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চন্ডিপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২ মে ২০২০
  2. "নওগাঁ সদর উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.