চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এটি চট্টগ্রামের কলেজ রোডে অবস্থিত। ১৯০৬ খ্রিষ্টাব্দে এই স্কুলটি যাত্রা শুরু করে একটি মধ্য ইংরেজী বিদ্যালয় হিসেবে। পরবর্তীতে, এটি জুনিয়র হাই স্কুল হিসাবে স্বীকৃতি পায়।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
চসউবি এর প্রভাতী শাখার ব্যাজ
ঠিকানা
Map


তথ্য
ধরনসরকারি, মাধ্যমিক বিদ্যালয়, ডাবলশিফট স্কুল
নীতিবাক্যনিজেকে জানো
প্রতিষ্ঠাকাল১৯০৬ (1906)
ইআইআইএন১০৪৫১৯
প্রধান শিক্ষকজনাব মাসুদা খানম
অনুষদ
  1. বিজ্ঞান
  2. ব্যবসায় শিক্ষা
শ্রেণী৫ম-১০ম
লিঙ্গবালক
শিক্ষার্থী সংখ্যাআনু.২১০০
শিক্ষা ব্যবস্থাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষাবাংলা
শিক্ষায়তন১ একর
রং খাকি  সাদা 
ক্রীড়াফুটবলক্রিকেট
ডাকনামগভর্নমেন্ট হাই, চসউবি
অন্তর্ভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
ওয়েবসাইটchittagongghs.edu.bd

ইতিহাস

বিদ্যালয়টি ১৯০৬ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ছিল এম.ই.স্কুল (মিডল ইংলিশ স্কুল)। ১৯১৮ খৃষ্টাব্দে বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করা হয়। বেসরকারিভাবে (৪র্থ,৫ম,৬ষ্ঠ) অতিরিক্ত শাখা খোলার অনুমতি দেয়া হয় ১৯৫৮ খৃষ্টাব্দে। ১৯৬৬ খৃষ্টাব্দে এটিকে চট্টগ্রাম সরকারি জুনিয়র হাই স্কুল ঘোষণা করা হয়। ১৯৭৭ খৃষ্টাব্দে এটিকে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। ১৯৮১ খৃষ্টাব্দে এস.এস.সি প্রথম ব্যাচে ভর্তি করানো হয়। ২০০৯ খৃষ্টাব্দে দ্বৈত শিফট চালু করা হয়।

অবস্থান

অত্র বিদ্যালয়টি চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা চকবাজারের কলেজ রোডে অবস্থিত। এর বিপরীতে চট্টগ্রাম কলেজ এবং পাশে হাজী মুহাম্মদ মহসিন কলেজ অবস্থিত।

শিক্ষাকার্যক্রম

ব্রিটিশ উপনিবেশকাল থেকেই এ বিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বর্তমানে প্রায় ২১০০জন ছাত্র এখানে অধ্যয়নরত। প্রভাতী ও দিবা - এ দু'টি শাখায় পাঠদান পরিচালিত হয়। নবম-দশম শ্রেণিতে রয়েছে বিজ্ঞান ও মানবিক বিভাগ। প্রতিবছর ডিসেম্বরে প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে পঞ্চম শ্রেণিতে ছাত্র ভর্তি করানো হয়। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক।

ব্যবস্থাপনা

বিদ্যালয়ের পাঠকার্য পরিচালনা এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয়ে রয়েছেন ৫২ জন শিক্ষক-শিক্ষিকা। একজন প্রধান শিক্ষকের নেতৃত্বে এবংদুইজন সহকারী প্রধান শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় । এছাড়াও দাপ্তরিক বিভিন্ন কাজে সহযোগীতা করার জন্য আছে ১০ জন কর্মকর্তা-কর্মচারী।

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.