চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন
চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম বন্দরের পণ্য আনা নেওয়ার জন্য এই স্টেশন ব্যবহৃত হয়।[1]
চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | বন্দর থানা, চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯১০ |
অবস্থান | |
ইতিহাস
১৮৯৯-১৯১০ সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে চারটি স্থায়ী জেটি নির্মাণ করে ।[2] ১৯১০ সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ে সংযোগ সাধিত হয়। এসময় চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।[3]
পরিষেবা
চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন দিয়ে মালবাহী ট্রেন চলাচল করে।
তথ্যসূত্র
- "রেলের ইঞ্জিন স্বল্পতায় চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে ধীরগতি"। Chattogram Pratidin। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ইয়ার বুক ১৯৮০, পৃঃ১৮
- "বিস্তীর্ণ অঞ্চলে রেলপথ নির্মাণ ও চায়ের প্রসার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.