চক্ষুচিকিৎসাবিজ্ঞান

চক্ষুচিকিৎসাবিজ্ঞান (ইংরেজি: Ophthalmology) চিকিৎসাবিজ্ঞানের একটি শাখা যেখানে চোখের যেকোন সমস্যা বা রোগের চিকিৎসা করা হয়।[1] একজন চক্ষুচিকিৎসক চোখের যেকোন সমস্যার সাধারণ চিকিৎসা ও শল্যচিকিৎসা করায় একজন বিশেষজ্ঞ। চক্ষু শল্যচিকিৎসার মধ্যে ছানি ফেলে দেওয়া, চক্ষুসৌন্দর্যবর্ধক শল্যচিকিৎসা (অকুলোপ্লাস্টিকস), অচ্ছোদপটল (কর্নিয়া) প্রতিস্থাপন শল্যচিকিৎসা, অক্ষিগোলকঅশ্রুগ্রন্থির শল্যচিকিৎসা, অক্ষিপট (রেটিনাল) এবং অক্ষিগোলকের কাচসদৃশ রসপ্রকোষ্ঠ বা ভিট্রেয়াসের শল্যচিকিৎসা, ইত্যাদি চিকিৎসাপদ্ধতি উল্লেখযোগ্য।[2]

চক্ষুচিকিৎসাবিজ্ঞান
স্লিট ল্যাম্পের বা চেরা বাতির সাহায্যে চক্ষু পরীক্ষা
তন্ত্রচোখ
উল্লেখযোগ্য রোগঅস্পষ্ট দৃষ্টি, ছানি, মেকিউলার ডিজেনারেশন, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রিফ্লেকটিভ ইরোর
উল্লেখযোগ্য পরীক্ষাচাক্ষুষ ক্ষেত্র নিরীক্ষণ, অপথালমোস্কোপি
বিশেষজ্ঞতাচক্ষু বিশেষজ্ঞ
শব্দকোষওষুধের শব্দকোষ

রোগসমূহ

চক্ষু বিশেষজ্ঞদের চিকিৎসা করা সবচেয়ে সাধারণ রোগগুলির একটি আংশিক তালিকার মধ্যে রয়েছে:[3]

  • ছানি
  • গ্লুকোমা
  • ডায়াবেটিক রেটিনোপ্যাথি/ডায়বেটিক রেটিনার ক্ষয়
  • মেকিউলার ডিজেনারেশন
  • রিফ্লেকটিভ ইরোর
  • অস্পষ্ট দৃষ্টি
  • চোখের শুষ্কতা
    দৃষ্টি শক্তির দুর্বলতা
  • ট্যারা চোখ
  • অলস চোখ
  • দৃষ্টিশক্তি চলে যাওয়া

তথ্যসূত্র

  1. "History of Ophthalmology"www.mrcophth.com। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮
  2. WebMD। "What Causes Eye Problems?"WebMD
  3. WebMD। "What Causes Eye Problems?"WebMD
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.