চক্রবর্তী (পদবি)

চক্রবর্তী হল হিন্দুধর্মাবলম্বী ব্যক্তিদের একটি উপাধি; যার অর্থ হচ্ছে বহুধা রাজ্যের অধিপতি[1] বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা, আসাম, পশ্চিম বঙ্গের মানুষরা সাধারনত এই উপাধি ব্যবহার করে থাকেন। তবে বর্তমানে চক্রবর্তী পদবী হিসেবে বিভিন্ন শ্রেণীর বাঙালি ব্রাহ্মণদের দ্বারা ব্যবহৃত হয়ে থাকে।[2] [3][4]

বানানের ভিন্নতা

চক্রবর্ত্তী বানান বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করেন। যেমন:

  1. চক্রবর্তী
  2. চক্রবর্ত্তী
  3. চক্রবর্ত্তি

অর্থ

চক্রবর্তী শব্দটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। চক্রবর্তী শব্দের অর্থ সম্রাট।চক্রবর্তী ভাবার্থ হচ্ছে রাজ্যাধিপতি, অর্থাৎ রাজার রাজা। সহজভাবে বলতে গেলে চক্র অর্থ হচ্ছে 'চাকা' এবং বর্তী অর্থ হচ্ছে 'সুশাসন চালিয়ে যাওয়া'।[5]

চক্রবর্তী পদবিধারী বিখ্যাত ব্যক্তি

পুরুষ

মহিলা

  • গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (১৯৪২-বর্তমান), সাহিত্য সমালোচক
  • শর্মীলা চক্রবর্ত্তী (১৯৬১-বর্তমান), ভারতীয় ক্রিকেটার
  • রিতা চক্রবর্ত্তী (১৯৬৪-বর্তমান), বৃটিস টেলিভিশন সাংবাদিক
  • রুশমি চক্রবর্ত্তী (১৯৭৭-বর্তমান), ভারতীয় টেনিস খেলোয়াড়
  • কৌশিকী চক্রবর্তী (১৯৮০-বর্তমান), ভারতীয় সংগীত শিল্পী
  • রিতাভরি চক্রবর্ত্তী (১৯৯০-বর্তমান), ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
  • উৎপলা চক্রবর্ত্তী, ভারতীয় ক্রিকেটার

তথ্যসূত্র

  1. Meaning of চক্রবর্তী (Chokroborti) in an online dictionary website
  2. "Chakrabarti Name Meaning & Chakrabarti Family History at Ancestry.com®"Ancestry.com। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯
  3. "পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৬১ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২০
  4. "Chakyar"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-১৩।
  5. চতুর্বর্ণ, চতুর্বর্ণ। "বঙ্গদেশে চতুর্বর্ণ" (পিডিএফ)। ১ অক্টোবর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।

আরো দেখুন

  • চক্রাবর্তী তদন্ত, ব্রিটিশ লেবার পার্টির বিরুদ্ধে বিরোধবিরোধী অভিযোগের তদন্ত
  • চক্রবর্তী, একটি প্রাচীন ভারতীয় শব্দটি একটি আদর্শ সর্বজনীন শাসককে বোঝাত
  • চক্রবর্তীন অশোক সম্রাট, ২০১৫ সালের ভারতীয় dramaতিহাসিক নাটক টিভি সিরিজ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.