চংটং চা বাগান
চংটং চা বাগান ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্তর্গত একটি জনগণনা নগর৷ এটি মহকুমাসদর বিজনবাড়ীর দক্ষিণপূর্ব প্রান্তে অবস্থিত৷
চংটং চা বাগান চংটং | |
---|---|
জনগণনা নগর | |
![]() ![]() চংটং চা বাগান ![]() ![]() চংটং চা বাগান | |
স্থানাঙ্ক: ২৭.০৫৯৫° উত্তর ৮৮.১৯৫৬° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দার্জিলিং |
আয়তন | |
• মোট | ৭.৪৯ বর্গকিমি (২.৮৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,৮০২ |
• জনঘনত্ব | ৭৭০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | নেপালি[1][2] |
• সহদাপ্তরিক | বাংলা ও ইংরাজী[1] |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৩৪১০২, ৭৩৪১২২ |
যানবাহন নিবন্ধন | WB (ডব্লু বি) |
ওয়েবসাইট | www |
ভূগোল
চংটং চা বাগান জনগণনা নগরটি দার্জিলিং জেলার দার্জিলিং-পুলবাজার ব্লকের অন্তর্ভুক্ত৷ শহরটি পুলবাজার থানার অন্তর্গত৷
জনতত্ত্ব
২০১১ খ্রিষ্টাব্দের ভারতের জনগণনা অনুসারে চংটং চা বাগান জনগণনা নগরের জনসংখ্যা ৫৮০২ জন, যার মধ্যে ২৮৭৬ জন পুরুষ ও ২৯২৬ জন নারী৷ প্রতি হাজার পুরুষে ১০১৭ জন নারী৷ ৬ বছর অনুর্দ্ধ ৪৭১ জন শিশু, যা সমগ্র জনসংখ্যার ৮.১২ %৷ ৬ বছরোর্দ্ধ জনসংখ্যার ৭৬.৮৭% অর্থাৎ ৪০৯৮ জন সাক্ষর৷[3]
ভাষা ও ধর্ম
ধর্ম
চংটং চা বাগানের বিভিন্ন ধর্মাবলম্বী- ২০১১
জনগণনা নগরটিতে ৩৭৮০ জন হিন্দু, ২১ জন মুসলিম, ৭৮৬ জন খ্রিস্টান, ১ জন শিখ, ১১৮০ জন বৌদ্ধ ও ০ জন জৈন বাস করেন৷
পরিবহন
শহরটি বিজনবাড়ী-দার্জিলিং সড়কের নিকট অবস্থিত৷ বাগডোগরা বিমানবন্দরটি শহরটির নিকটে অবস্থিত৷ শহরটি মহকুমাসদর বিজনবাড়ীর নিকট অবস্থিত জেলাটির অন্যান্য বিভিন্ন শহরসহ শিলিগুড়ি, দার্জিলিং শহর সড়কপথে যুক্ত৷ পাহাড়ি অঞ্চল হওয়াতে পরিবহন ব্যবস্থা ততটা উন্নত নয়৷ নিকটবর্তী রেলস্টেশনটি হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন৷
তথ্যসূত্র
- "Fact and Figures"। www.wb.gov.in। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (পিডিএফ)। nclm.nic.in। Ministry of Minority Affairs। পৃষ্ঠা 85। ২৫ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- https://www.census2011.co.in/data/town/306190-chongtong-tea-garden-west-bengal.html
- http://www.censusindia.gov.in/2011census/C-16_Town.html
- "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।