ঘুমধুম ইউনিয়ন
ঘুমধুম বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
ঘুমধুম | |
---|---|
ইউনিয়ন | |
৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ | |
ঘুমধুম ঘুমধুম | |
স্থানাঙ্ক: ২১°১১′৫৫″ উত্তর ৯২°১০′৩৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | নাইক্ষ্যংছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এ কে এম জাহাঙ্গীর আজিজ |
আয়তন | |
• মোট | ৬৪.৭৫ বর্গকিমি (২৫.০০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৬,৪৭৯ |
• জনঘনত্ব | ২৫০/বর্গকিমি (৬৬০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬৬০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
ঘুমধুম ইউনিয়নের আয়তন ১৬,০০০ একর (৬৪.৭৫ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঘুমধুম ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ৮,২৮০ জন এবং মহিলা ৮,১৯৯ জন। মোট পরিবার ৩,২০৪টি।[1]
অবস্থান ও সীমানা
নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে ঘুমধুম ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।[2] এ ইউনিয়নের উত্তরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়ন; পশ্চিমে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন, রত্নাপালং ইউনিয়ন, রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ঘুমধুম ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- উত্তর ঘুমধুম
- কচুবনিয়া
- তুমব্রু
- দক্ষিণ ঘুমধুম
- ফাত্রাঝিরি
- বরইতলী পাড়া
- বাইশপারী
- ভাজবানিয়া
- রেজু গর্জনবনিয়া
- রেজু বৈদ্যরছড়া
- রেজু মগপাড়া
- রেজু হেডম্যানপাড়া
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঘুমধুম ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.৩%।[1] বর্তমানে এই ইউনিয়নে ১টি কলেজ (২০২১ সালে প্রতিষ্ঠিত), ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- সীমান্ত কলেজ ঘুমধুম
- মাধ্যমিক বিদ্যালয়[3]
- ঘুমধুম উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[4]
- দক্ষিণ ঘুমধুম মিশকাতুন্নবী (দ.) দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- ১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ২নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘুমধুম কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিমকূল তুমব্রু ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরইতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাজবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেজু বৈদ্যরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেজু মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেজু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ঘুমধুম ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
হাট-বাজার
ঘুমধুম ইউনিয়নের প্রধান হাট-বাজার হল তুমব্রু বাজার।[5]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: এ কে এম জাহাঙ্গীর আজিজ[6]
পূর্ববর্তী চেয়ারম্যান: দীপক বড়ুয়া-২০০৩-২০১৪;
আলহাজ্ব মো. খাইরুল বশর-১৯৮৭-২০০৩;
অরবিন্দু বড়ুয়া-১৯৮২-১৯৮৭
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।
- "এক নজরে নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"। naikhongchhari.bandarban.gov.bd। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- "মাধ্যমিকবিদ্যালয় - ঘুমধুম ইউনিয়ন - ঘুমধুম ইউনিয়ন"। gumdhumup.bandarban.gov.bd।
- "মাদ্রাসা - ঘুমধুম ইউনিয়ন - ঘুমধুম ইউনিয়ন"। gumdhumup.bandarban.gov.bd।
- "হাটবাজার - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"। naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮।