ঘিলাছড়ি ইউনিয়ন, রাজস্থলী
ঘিলাছড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাজস্থলী উপজেলার একটি ইউনিয়ন।
ঘিলাছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ | |
ঘিলাছড়ি ঘিলাছড়ি | |
স্থানাঙ্ক: ২২°২৩′১″ উত্তর ৯২°১৫′৫২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | রাজস্থলী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা |
আয়তন | |
• মোট | ৭৫.১১ বর্গকিমি (২৯.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,২৩৪ |
• জনঘনত্ব | ১১০/বর্গকিমি (২৮০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৭.৩৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
ঘিলাছড়ি ইউনিয়নের আয়তন ১৮,৫৬০ একর (৭৫.১১ বর্গ কিলোমিটার)।[1] এটি রাজস্থলী উপজেলার বৃহত্তম ইউনিয়ন।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঘিলাছড়ি ইউনিয়নের লোকসংখ্যা ৮,২৩৪ জন। এর মধ্যে পুরুষ ৪,৪৩৫ জন এবং মহিলা ৩,৭৯৯ জন।[2]
অবস্থান ও সীমানা
রাজস্থলী উপজেলার সর্ব-পূর্বে ঘিলাছড়ি ইউনিয়নের অবস্থান। রাজস্থলী উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের পশ্চিমে গাইন্দ্যা ইউনিয়ন, উত্তরে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন ও কাপ্তাই ইউনিয়ন, পূর্বে বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ইউনিয়ন ও ফারুয়া ইউনিয়ন এবং দক্ষিণে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন ও বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ঘিলাছড়ি ইউনিয়ন রাজস্থলী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাজস্থলী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- খাগড়াছড়ি পাড়া
- আড়াছড়ি
- কুক্যাছড়ি
- ছনুছড়িপাড়া
- ছাবোছড়া
- তালুকদারপাড়া
- দোছড়িপাড়া
- নাড়াইছড়ি
- বগাছড়িপাড়া
- বলিপাড়া
- বড়পাড়া
- মাগাইনপাড়া
- রাজস্থলী
- শীলছড়ি
শিক্ষা ব্যবস্থা
ঘিলাছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ২৭.৩৭%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- আর্যানন্দ পালি কলেজ
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- রাজস্থলী বাজার রহমানিয়া মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আড়াছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাপ্তাই যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুক্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছনুছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছাবোছড়া ভাতখাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তালুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দোছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বগাছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাগাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শীলছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ঘিলাছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
ঘিলাছড়ি ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কাপ্তাই খাল।[2]
হাট-বাজার
ঘিলাছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল রাজস্থলী বাজার।[7]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা[9]
আরও দেখুন
তথ্যসূত্র
- "রাজস্থলী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "১ নং ঘিলাছড়ি ইউনিয়ন-"। ghilachariup.rangamati.gov.bd। ১১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।
- "আর্যনন্দ পালি কলেজ - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন"। ghilachariup.rangamati.gov.bd। ১১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।
- "ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন"। ghilachariup.rangamati.gov.bd। ১১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।
- "মাদ্রাসা - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন"। ghilachariup.rangamati.gov.bd। ১১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41409&union=01%5B%5D
- "হাট বাজারের তালিকা - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন"। ghilachariup.rangamati.gov.bd।
- "দর্শনীয়স্থান - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন"। ghilachariup.rangamati.gov.bd। ১১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।
- "সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন - ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন"। ghilachariup.rangamati.gov.bd। ১১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।