ঘাগরা চোলি
ঘাগরা চোলি বা লেহেঙ্গা চোলি একটি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক যা গুজরাত এবং রাজস্থান রাজ্যে নারীরা পরিধান করে থাকে ।[1][2] [3] পোশাকটি টাইট-ফিটিংযুক্ত।এর উপরিভাগে সমৃদ্ধ সূচির কাজ করা হয় যা হাতা ছাড়িয়ে বা না ছাড়িয়ে নাভির উপরে পৌঁছায়। এটিতে একটি দীর্ঘ স্কার্ট/লেহেঙ্গা এবং একটি ব্লাউজ থাকে যা দিয়ে ঘাড়, মাথা বা বুক ঢাকা হয় । পুরো পোশাকটি বেশ বর্ণিল। উপরের অংশগুলি প্রায়শই জোড়াতালি দিয়ে তৈরি করা হয়। যেখানে অনেক সময় আয়না লাগানো থাকে। কখনও কখনও তাতে সোনালি জরির দারুণ কাজ থাকে।
গ্যালারি
- শ্রিয়া সরন আম্বি ভ্যালি সিটি ভারত বিবাহ সপ্তাহ ২০১০।
- অঞ্জনা সুখানী লাকমি ফ্যাশন উইকে
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.