গ্লেন টার্নার

গ্লেন মেইটল্যান্ড টার্নার (ইংরেজি: Glenn Turner; জন্ম: ২৬ মে, ১৯৪৭) ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা, কোচ ও প্রশাসক। তাকে নিউজিল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে মনে করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

গ্লেন টার্নার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামগ্লেন মেইটল্যান্ড টার্নার
জন্ম (1947-05-26) ২৬ মে ১৯৪৭
ডুনেডিন, ওতাগো, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান, অধিনায়ক, কোচ, প্রশাসক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৭৪)
২৭ ফেব্রুয়ারি ১৯৬৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট১১ মার্চ ১৯৮৩ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ )
১১ ফেব্রুয়ারি ১৯৭৩ বনাম পাকিস্তান
শেষ ওডিআই২০ জুন ১৯৮৩ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৭/৭৮-১৯৮২/৮৩ওতাগো ভোল্টস
১৯৭৬/৭৭নর্দার্ন ডিস্ট্রিক্টস নাইটস
১৯৬৭-১৯৮২ওরচেস্টারশায়ার
১৯৬৭মেরিলেবোন ক্রিকেট ক্লাব
১৯৬৪/৬৫ - ১৯৭৫/৭৬ওতাগো
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪১ ৪১ ৪৫৫ ৩১৩
রানের সংখ্যা ২,৯৯১ ১,৫৯৮ ৩৪,৩৪৬ ১০,৭৮৪
ব্যাটিং গড় ৪৪.৬৪ ৪৭.০০ ৪৯.৭০ ৩৭.৭০
১০০/৫০ ৭/১৪ ৩/৯ ১০৩/১৪৮ ১৪/৬৬
সর্বোচ্চ রান ২৫৯ ১৭১* ৩১১* ১৭১*
বল করেছে ১২ ৪৪২ ১৯৬
উইকেট
বোলিং গড় ৩৭.৮০ ১৬.৮৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং / / ৩/১৮ ২/৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৪২/ ১৩/ ৪০৯/ ১২৫/
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২২ এপ্রিল ২০১৪

১৯৮০-এর দশকের মধ্যভাগে নিউজিল্যান্ড দলের কোচ ছিলেন ও অস্ট্রেলিয়া দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ বিজয়ে নেতৃত্ব দেন গ্লেন টার্নার। বর্তমানে তিনি নিউজিল্যান্ড ক্রিকেটে দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করছেন।

খেলোয়াড়ী জীবন

ওতাগো বয়েজ হাই স্কুলে অধ্যয়ন করেন টার্নার। তার ভাই ব্রায়ান টার্নার কবি ও গল্ফার। স্ত্রী ডেম সুখি টার্নার ডুনেডিনের সাবেক মেয়র।

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশীপে ওরচেস্টারশায়ারের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। সর্বমোট ৪৫৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করে ৩৪,৩৪৬ রান সংগ্রহ করেন। ৪৯.৭০ রান গড়ে ১০৩টি শতক তুলে নেন। ডোনাল্ড ব্র্যাডম্যান, জহির আব্বাসভিভ রিচার্ডসের পর চারজন ইংরেজবিহীন খেলোয়াড়ের মধ্যে তিনি অন্যতম, যিনি সেঞ্চুরির সেঞ্চুরি করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম খেলোয়াড় হিসেবে ১৯৭৩ সালে মে মাসের পূর্বেই ইংল্যান্ডের কাউন্টিতে ওরচেস্টারশায়ারের পক্ষে এক হাজার প্রথম-শ্রেণীর রান সংগ্রাহক হয়েছেন। এরপর ১৯৮৮ সালে গ্রেইম হিক এ কৃতিত্ব অর্জন করেন। কেবলমাত্র আটজন ব্যাটসম্যান এ কৃতিত্ব অর্জন করলেও সফরকারী দলের সাথে ভ্রমণরত অবস্থায় গ্লেন টার্নার ও ডন ব্র্যাডম্যান এ কৃতিত্বের দাবীদার।[1] এছাড়াও তিনি দলীয় ইনিংসের ৮৩.৪৩% রান সংগ্রহ করে রেকর্ডের আসনে রয়েছেন। ১৯৭৭ সালে সোয়ানসীতে গ্ল্যামারগনের বিপক্ষে ওরচেস্টারশায়ার ১৬৯ রানে আউট হয়। তিনি ১৪১* রান করে অপরাজিত ছিলেন। বাদ-বাকী ব্যাটসম্যানেরা মাত্র ২৭ রান করেন ও একটি অতিরিক্ত রান ছিল।[2]

১৯৭১-৭২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ গমন করেন। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দূর্দান্ত খেলা উপহার দেন। গায়ানায় অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে ব্যাটিং উদ্বোধনে নেমে ২৫৯ রানের ব্যক্তিগত সেরা ইনিংস উপহার দেন। এ পর্যায়ে টেরি জার্ভিসের (১৮২) সাথে ৩৮৭ রানের রেকর্ডসংখ্যক জুটি গড়েন। ঐ খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল।

পরিসংখ্যান

টেস্ট শতকসমূহ

গ্লেন টার্নারের টেস্ট শতকসমূহ[3]
#রানখেলাপ্রতিপক্ষশহর/দেশমাঠসালফলাফল
১১০ পাকিস্তানপাকিস্তান ঢাকা, বাংলাদেশবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম১৯৬৯ড্র
২২৩*১২ ওয়েস্ট ইন্ডিজক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কিংস্টন, জামাইকাসাবিনা পার্ক১৯৭২ড্র
২৫৯১৫ ওয়েস্ট ইন্ডিজক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জর্জটাউন, গায়ানাবোর্দা১৯৭২ড্র
১০১
১১০*
২৬ অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ডল্যাঙ্কাস্টার পার্ক১৯৭৪জয়
১১৭৩১ ভারতনিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ডল্যাঙ্কাস্টার পার্ক১৯৭৬ড্র
১১৩৩৬ ভারতভারত কানপুর, ভারতগ্রীন পার্ক স্টেডিয়াম১৯৭৬ড্র

ওডিআই শতকসমূহ

গ্লেন টার্নারের ওডিআই শতকসমূহ[4]
#রানখেলাপ্রতিপক্ষশহর/দেশমাঠসালফলাফল
১৭১* পূর্ব আফ্রিকা ইংল্যান্ড বার্মিংহাম, ইংল্যান্ডএজবাস্টন১৯৭৫জয়
১১৪*১০ ভারতইংল্যান্ড ম্যানচেস্টার, ইংল্যান্ডওল্ড ট্রাফোর্ড১৯৭৯জয়
১৪০৩৫ শ্রীলঙ্কানিউজিল্যান্ড অকল্যান্ড, নিউজিল্যান্ডইডেন পার্ক১৯৮৩জয়
গ্লেন টার্নারের ব্যাটিংয়ের লেখচিত্র।

তথ্যসূত্র

  1. Easterbrook, Basil (১৯৭৪)। "1,000 runs by the end of may, Glenn Turner joins the elite"WisdenESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩
  2. "Glamorgan v Worcestershire Schweppes County Championship 1977"CricketArchive। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩
  3. Statsguru: Glenn Turner, Cricinfo, 15 March 2010.
  4. Statsguru: Glenn Turner, Cricinfo, 21 February 2015.

আরও দেখুন

বহিঃসংযোগ

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
বেভান কংডন
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট অধিনায়ক
১৯৭৫/৭৬ - ১৯৭৬/৭৭
উত্তরসূরী
মার্ক বার্জেস
পূর্বসূরী
নরম্যান গিফোর্ড
ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট অধিনায়ক
১৯৮১
উত্তরসূরী
ফিল নীল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.