গ্লেন্ডা জ্যাকসন
গ্লেন্ডা মে জ্যাকসন সিবিই (ইংরেজি: Glenda May Jackson, জন্ম: ৯ই মে ১৯৩৬) হলেন একজন ইংরেজ অভিনেত্রী ও লেবার পার্টির সাবেক রাজনীতিবিদ। অভিনয় জীবনে তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন তিন মাধ্যমেই কাজ করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি দুটি একাডেমি পুরস্কার, দুটি এমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি বাফটা পুরস্কার অর্জন করেছেন।
গ্লেন্ডা জ্যাকসন | |
---|---|
Glenda Jackson | |
![]() ১৯৭১ সালে জ্যাকসন | |
সংসদ সদস্য হ্যাম্পস্টিড ও কিলবার্ন হ্যাম্পস্টিড ও হাইগেট (১৯৯২–২০১০) | |
কাজের মেয়াদ ৯ এপ্রিল ১৯৯২ – ৩০ মার্চ ২০১৫ | |
পূর্বসূরী | জেওফ্রি ফিন্সবার্গ |
উত্তরসূরী | টিউলিপ সিদ্দিক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বার্কেনহেড, চেশায়ার, ইংল্যান্ড | ৯ মে ১৯৩৬
রাজনৈতিক দল | লেবার |
দাম্পত্য সঙ্গী | রয় হজেস (১৯৫৮–১৯৭৬) |
সন্তান | ড্যান হজেস |
প্রাক্তন শিক্ষার্থী | রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |
পেশা | অভিনেত্রী (১৯৫৫–১৯৯২, ২০১৬–) রাজনীতিবিদ (১৯৯২–২০১৫) |
১৯৫০-এর দশকের শেষের দিক থেকে তিনি পেশাদার অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৪ সাল থেকে চার বছর তিনি রয়্যাল শেকসপিয়ার কোম্পানির সদস্য ছিলেন এবং পরিচালক পিটার ব্রুকের অধীনে কাজ করেছেন। ১৯৫৬ সালে চলচ্চিত্রে অতিরিক্ত শিল্পী হিসেবে তার বড় পর্দায় কর্মজীবন শুরু হয় এবং কয়েকটি ছোট চরিত্রে অভিনয়ের পর তিনি ১৯৬৯ সালে ওমেন ইন লাভ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। ১৯৭১ সালে সানডে ব্লাডি সানডে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার লাভ করেন। আ টাচ অব ক্লাস (১৯৭৩) ছবির জন্য তিনি অপর একটি একাডেমি পুরস্কার এবং শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। এছাড়া এলিজাবেথ আর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি দুটি প্রাইমটাইম এমি পুরস্কার লাভ করেন।
১৯৯২ সালে হ্যাম্পস্টিড ও হাইগেট থেকে তিনি প্রথম সংসদ সদস্য হন। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টনি ব্লেয়ারের সরকারের শুরুর দিকে তিনি যোগাযোগ উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে ২০১৫ সালে রাজনীতি থেকে তার অবসর পর্যন্ত তিনি হ্যাম্পস্টিড ও কিলবার্নের প্রতিনিধি ছিলেন।
প্রারম্ভিক জীবন
জ্যাকসন ১৯৩৬ সালের ৯ই মে উইরালের বার্কেনহেডে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন নির্মাণ শ্রমিক এবং মাতা একটি দোকানে পরিষ্কারকর্মী হিসেবে কাজ করতেন।[1] তিনি ওয়েস্ট কির্বি কাউন্টি বালিকা বিদ্যালয়ে পড়াশুনা করেন এবং কিশোর বয়সে টাউনসওমেনের গিল্ড ড্রামা দলে অভিনয় করতেন।[1] তিনি দুই বছর বুটস দ্য কেমিস্টের একটি শাখায় কাজ করেন। ১৯৫৪ সালে তিনি বৃত্তি পেয়ে রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে ভর্তি হন।[2]
কর্মজীবন
১৯৫৬ সালে দ্য এক্সটা ডে চলচ্চিত্রে অতিরিক্ত শিল্পী হিসেবে তার বড় পর্দায় কর্মজীবন শুরু হয়। পরবর্তী এক দশক তিনি কয়েকটি ছোট চরিত্রে অভিনয় করেন। ১৯৬৯ সালে কেন রাসেল পরিচালিত ওমেন ইন লাভ চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে তিনি তার প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। দ্য এনসাইক্লোপিডিয়া অব ব্রিটিশ ফিল্ম-এর মূল লেখক ব্রায়ান ম্যাকফারলেন লিখেন, "তার অগ্নিদীপ্ত বুদ্ধিমত্তা, যৌন আবেদন ও পালিশ করা অভিনয় চলচ্চিত্রের এই চরিত্রের জন্য কাজে দেয়, যা ব্রিটিশ চলচ্চিত্র শিল্পের ইতিহাসে বিরল।"[3] ইউনাইটেড আর্টিস্ট্স থেকে অর্থায়নকৃত তার পরবর্তী চলচ্চিত্র দ্য মিউজিক লাভার (১৯৭০)-কে পরিচালক রাসেল "একজন উভকামীর গল্প যে একজন অপ্সরাকে বিয়ে করেন" বলে উল্লেখ করেন।[4] এতে জ্যাকসন আন্তোনিনা মিলিউকভা চরিত্রে এবং রিচার্ড চেম্বারলিন সুরকার পিওতর ইলিচ চাইকভ্স্কি চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া অর্জন করেন। ভ্যারাইটির অজ্ঞাতনামা পর্যালোচক লিখেন "তাদের অভিনয় অবেগঘন হওয়ার চেয়েও বেশির নাটকীয় ছিল, অথবা মাঝে মাঝে বিশ্বাসযোগ্যও ছিল।[5]
১৯৭১ সালে সানডে ব্লাডি সানডে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার লাভ করেন।[6] এই বছর ব্রিটিশ প্রদর্শকদের ভোটে তিনি ষষ্ঠ জনপ্রিয় অভিনেত্রীর মর্যাদা লাভ করেন।[7] আ টাচ অব ক্লাস (১৯৭৩) ছবির জন্য তিনি অপর একটি একাডেমি পুরস্কার এবং শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। এছাড়া এলিজাবেথ আর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি দুটি প্রাইমটাইম এমি পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
- Andrea Chambers "With More Than a Touch of Sass and Stamina, Glenda Jackson Enjoys Her Strange Interlude Oh Broadway" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে, People, 23:11, 18 March 1985
- Jennifer Uglow, et al. The Macmillan Dictionary of Women's Biography. London: Macmillan, 1999, p. 276 (US: Boston: Northeastern University Press)
- Brian McFarlane (ed.) The Encyclopedia of British Film, London: Methuen/BFI, 2003, p.339; "Jackson, Glenda (1936-)", BFI screenonline
- David Del Valle "Camp David June 2012: Tchiakovsky is Just Not That Into You" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ আগস্ট ২০১৩ তারিখে, Films in Review, 20 June 2012
- "Review: The Music Lovers", Variety, 31 December 1970
- "Film: Actress in 1972", BAFTA
- Peter Waymark. "Richard Burton top draw in British cinemas." The Times [London] 30 December 1971: 2. The Times Digital Archive. Web. 11 July 2012.
বহিঃসংযোগ

- ক্যামডেন লেবার পার্টি
- যুক্তরাজ্যের সংসদে বৃত্তান্ত
- হ্যানসার্ড ১৮০৩–২০০৫-এ সংসদে অবদানসমূহ
- হ্যানসার্ড-এ সংসদে বর্তমান অবদানসমূহ
- পাবলিক হুইপে নির্বাচনের ফলাফল ও উপাত্তসমূহ
- দেওয়ার্কফরইউ-এ সংসদীয় উপাত্তসমূহ
- ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্টারি রেকর্ডে বৃত্তান্ত
- বিবিসি ডেমোক্রেসি লাইভে বৃত্তান্ত
- জার্নালিস্টেড-এ লেখা লেখা প্রবন্ধসমূহ
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে গ্লেন্ডা জ্যাকসন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গ্লেন্ডা জ্যাকসন (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের স্ক্রিনঅনলাইনে গ্লেন্ডা জ্যাকসন