গ্রিক আদ্যকালীন দেবদেবী
যেসব গ্রিক দেবতারা মলিক, অরথাত যারা বৈশ্বিক ডিম হতে প্রথম বেরিয়ে এসেছিল তাদেরকে গ্রিক আদ্যকালীন দেবতাগণ বলা হয়।
- হেসিয়দ অনুযায়ী ক্যাওস প্রথমে বৈশ্বিক ডিম থেকে বেরিয়ে আসে। এরপর একে একে গেইয়া, তার্তারাস ও ঈরস বৈশ্বিক ডিম থেকে বেরিয়ে আসে। এই মোলিক চারজন দেবতাদের সন্তানেরা হল এরেবাস, পন্তাস, ঔরীয়া, নিক্স, হেমেরা, ঈথার, থ্যালাসা, ইউরেনাস। এদেরকেও আদ্যকালীন দেবতাদের মধ্যে ধরা হয়।
- হেসিয়দ ব্যতীত অন্য লেখকেরা যেমন- হোমার, অ্যাপোলোডোরাস এদের লিখিত লিপিতে ক্রোনোস, অ্যানান্কে, থিসিস, হাইড্রাস, ফেনিস, ফিউসিস এদেরকেও আদি দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রিক দেবতা ধারাবাহিক |
---|
|
আদিম দেবতাগণ |
Chthonic deities |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.