গোল্লাভামা শাড়ি

গোল্লাভামা শাড়ি অথবা সিদ্দিপেট গোল্লাভামা হল ভারতের তেলেঙ্গানা রাজ্যের সিদ্দিপেট অঞ্চলে তৈরি করা শাড়ি।[1][2] এই সুতির শাড়িগুলি তাদের অন্তস্থিত চিত্রকর্ম এবং মোটিফের জন্য জনপ্রিয়।[3] গোল্লভামা শাড়ি বা সিদ্দিপেট গোল্লাভামা সুতির শাড়ি বিশ্বব্যাপী বিখ্যাত এবং এমনকি এর ভৌগোলিক নির্দেশক চিহ্নও রয়েছে।[4]

গোল্লাভামা শাড়ি

উৎস

গোল্লভামা শাড়িগুলি বোনা হয় তেলেঙ্গানার সিদ্দিপেট অঞ্চলে। শাড়িগুলির নাম এসেছে সেগুলির অনন্য অন্তস্থিত চিত্রকর্মের কৌশল এবং গোল্লাভামার (গোয়ালিনী) মোটিফ থেকে। বলা হয় যে গোল্লা (গবাদি পশু পালক) সম্প্রদায়ের মহিলাদের উজ্জ্বল স্কার্ট এবং ওড়না পরে দুধ এবং দইয়ের হাঁড়ি বহন করে নিয়ে যাওয়ার চারুতা দ্বারা অনুপ্রাণিত হয়ে এই মোটিফটি নেওয়া হয়েছিল।

বর্ণনা

শাড়িগুলি বেশিরভাগই একক রঙের হয় এবং পুরো কাপড় জুড়ে ছোট ছোট গোল্লাভামা বুটি থাকে, বৃহত্তর জটিল মোটিফগুলি শাড়ির পাড় এবং / অথবা আঁচলে প্রদর্শিত হয়। সাধারণত শাড়ির নকশা করতে তিনটি মোটিফ ব্যবহার করা হয়, যেমন গোল্লাভামা, বাথুকাম্মা এবং কোলাতম। তবে এর মধ্যে গোল্লভামা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।[5]

মোটিফটি তৈরির ক্ষেত্রে, একটি পরিষ্কার নকশা পেতে, তাঁতিকে খুব সাবধানে রঙ্গিন সুতো শাড়ীর টানার মধ্য দিয়ে নিয়ে যেতে হয়। এটি অত্যন্ত সময় সাপেক্ষ কাজ।

ভৌগোলিক নির্দেশক অধিকার

শাড়িটি বৌদ্ধিক সম্পত্তি অধিকার সংরক্ষণ বা ভৌগোলিক নির্দেশক (জিআই) মর্যাদা পেয়েছে। কিন্তু এতে তাঁতিদের বিক্রি বাড়েনি।[6]

তথ্যসূত্র

  1. "Cotton charm"The Hindu। ২১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১
  2. "News Archives: The Hindu"। hindu.com। ১৬ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১
  3. G. Venkataramana Rao। "Textile traditions of the State on display"The Hindu
  4. "Gollabhama Saree"। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১
  5. "Gollabhama"। ২১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১
  6. "Extinction looms over Gollabhama weavers"। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.