গোলাম মোস্তফা খান (নৃত্যশিল্পী)
গোলাম মোস্তফা খান একজন বাংলাদেশি নৃত্যশিল্পী। নৃত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।[2]
গোলাম মোস্তফা খান | |
---|---|
![]() নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান | |
জন্ম | ১৯৪০ |
মৃত্যু | ১৩ নভেম্বর ২০২২ [1] সম্মিলিত সামরিক হাসপাতালে, ঢাকা [1] |
মৃত্যুর কারণ | শ্বাসকষ্টজনিত রোগ |
জাতীয়তা | বাংলাদেশি |
পরিচিতির কারণ | নৃত্যশিল্পী |
সন্তান | ৩ মেয়ে [1] |
পুরস্কার | একুশে পদক (২০২০) |
জীবনী
গোলাম মোস্তফা ১৯৭০-এর দশকে বাংলাদেশের অন্যতম নৃত্যশিল্পী ছিলেন।[3] তার নির্দেশিত নৃত্যনাট্যসমূহের মধ্যে ‘বেণুকার সুর’, ‘তিন সুরে গাঁথা’ এবং ‘রক্তলাল অহংকার’ অন্যতম।[3] ১৯৮০ সালে তিনি ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ নৃত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।[3] যেখানে সঙ্গীত, নৃত্যকলা এবং চারুকলা বিষয়ে পাঠদান করা হয়। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের নৃত্যকলা বিভাগের প্রশিক্ষক হিসেবে কর্মরত।[4] এছাড়াও তিনি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[5]
তিনি শ্বাস নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ১৩ অক্টোবর ২০২২ রোববার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করেন।[1][6]
সম্মাননা
- বুলবুল পদক (২০১৪)[7]
- শিল্পকলা পদক (২০১৬)[1]
- একুশে পদক (২০২০)
তথ্যসূত্র
- News, Somoy। "একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান আর নেই | বাংলাদেশ"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪।
- "একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি চিকিৎসা বিজ্ঞানী ডা. সায়েবা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- "নৃত্যকলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- "নাচতে হলে শিখতে হবে"। প্রথম আলো। ২০২০-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- "জুনে ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নৃত্য উৎসব"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- প্রতিবেদক, নিজস্ব। "একুশে পদকজয়ী নৃত্যশিল্পী গোলাম মোস্তফা আর নেই"। bdnews24। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪।
- "বুলবুল মেলা : সম্মানিত হলেন নৃত্যগুরু গোলাম মোস্তফা খান"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.