গোলাম মাওলা (অধ্যাপক)
গোলাম মাওলা (অজানা - ২০২১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিলেন।[1]
অধ্যাপক ড. গোলাম মাওলা | |
---|---|
উপাচার্য | |
কুমিল্লা বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২৬ জুলাই ২০০৬ – ৩০ জুলাই ২০০৮ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
উত্তরসূরী | এ এইচ এম জেহাদুল করিম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নারায়ণপুর, দেবিদ্বার, কুমিল্লা, বাংলাদেশ |
মৃত্যু | ১৪ সেপ্টেম্বর ২০২১ ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম
তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[2]
কর্মজীবন
গোলাম মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। তিনি ২০০৬ সালের ২৬ জুলাই থেকে ২০০৮ সালের ৩০ জুলাই পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[3][4]
মৃত্যু
তিনি ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।[2]
তথ্যসূত্র
- "মারা গেলেন কুবির প্রথম উপাচার্য গোলাম মাওলা"। ঢাকা পোস্ট। ১৪ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- "চলে গেলেন কুবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য"। রাইজিংবিডি.কম। ১৪ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- "কুবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক গোলাম মাওলা আর নেই"। জাগোনিউজ২৪.কম। ১৪ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- "Vice Chancellors of the University Since 2006" [২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ]। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.