গোলাম কাদের
মেজর জেনারেল (অব.) গোলাম কাদের ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গৃহায়ন ও গণপূর্ত এবং যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[1] বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত দুই তারকা পদক প্রাপ্ত কর্মকর্তা। (মেজর জেনারেল) [2]
মেজর জেনারেল (অব.) গোলাম কাদের | |
---|---|
আনুগত্য | ![]() |
পদমর্যাদা | ![]() ![]() |
নেতৃত্বসমূহ |
|
কর্মজীবন
গোলাম কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক। মেজর জেনারেল পদে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ৯ জানুয়ারী ২০০৮ সালে ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিযুক্ত হন। [3] তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। [4]
তথ্যসূত্র
- "BBCBangla | খবর | অবশেষে সংলাপ শুরু হলো"। www.bbc.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০।
- Welle (www.dw.com), Deutsche। "বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ১ বছর | DW | 10.01.2008"। DW.COM। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০।
- "Five new advisers of Bangladesh caretaker gov't take oath"। news.xinhuanet.com। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৭।
- "CA lauds army role to put nation on track"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৮ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.