গোলমাল
গোলমাল (হিন্দি: गोल माल) হচ্ছে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়; প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অমল পালেকর, বিন্দিয়া গোস্বামী এবং উৎপল দত্ত। সঙ্গীত পরিচালনা করেছিলেন রাহুল দেব বর্মণ। চলচ্চিত্রটি দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল ছিলো।[1] এছাড়া রাহুল দেব বর্মণের সুর করা 'আনে ওয়ালা পাল' গানটিও জনপ্রিয় হয়েছিলো, এটির গায়ক ছিলেন কিশোর কুমার।[2]
গোলমাল | |
---|---|
পরিচালক | ঋষিকেশ মুখোপাধ্যায় |
প্রযোজক | এন. সি. সিপ্পি |
রচয়িতা | রাহি মাসুম রাজা (সংলাপ) |
চিত্রনাট্যকার | শচীন ভৌমিক |
কাহিনিকার | শৈলেশ দে |
শ্রেষ্ঠাংশে | অমল পালেকর উৎপল দত্ত বিন্দিয়া গোস্বামী |
সুরকার | রাহুল দেব বর্মণ |
চিত্রগ্রাহক | জয়বন্ত পাথারে |
সম্পাদক | সুভাষ গুপ্ত |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
- অমল পালেকর - রামপ্রসাদ শর্মা/লক্ষণপ্রসাদ শর্মা
- উৎপল দত্ত - ভবানি শঙ্কর
- বিন্দিয়া গোস্বামী - উর্মিলা
- দীনা পাঠক - শ্রীমতি কমলা শ্রীবাস্তব এবং বিমলা শর্মা
- শুভা খোটে - কালিন্দি বুয়াজি
- অমিতাভ বচ্চন - অতিথি চরিত্র (নিজ চরিত্র)
গানের তালিকা
- "আনেওয়ালা পাল জানে ওয়ালা হ্যায়" – কিশোর কুমার
- "গোলমাল হ্যায় ভাই সাব গোলমাল হ্যায়" – স্বপন চক্রবর্তী, রাহুল দেব বর্মণ
- "এক দিন স্বাপ্নে মেঁ দেখা স্বাপ্না" – কিশোর কুমার
- "এক বাত কাহুঁ গার মানো তুম" – লতা মঙ্গেশকর
তথ্যসূত্র
- Lokapally, Vijay (২০ ডিসেম্বর ২০১২)। "Gol Maal (1979)"। The Hindu। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৮।
- Swetlena Neog (৪ জানুয়ারি ২০২১)। "RD Burman 27th death anniversary: 10 evergreen songs created by Pancham Da that continue to win hearts"। pinkvilla.com।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গোলমাল (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.