গোলকধাম মন্দির
গোলকধাম মন্দির বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির ও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[1]
গোলকধাম মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | পঞ্চগড় জেলা |
ঈশ্বর | কৃষ্ণ |
অবস্থান | |
অবস্থান | দেবীগঞ্জ উপজেলা |
দেশ | বাংলাদেশ |
বাংলাদেশে অবস্থান | |
স্থানাঙ্ক | ২৬.১৯৯৯৫৯° উত্তর ৮৮.৬৯০৭৪৯° পূর্ব |
স্থাপত্য | |
প্রতিষ্ঠার তারিখ | ১৮৪৬ |
অবস্থান
গোলকধাম মন্দিরটি উপজেলার শালডাংগা ইউনিয়নের শালডাংগা গ্রামে অবস্থিত যা দেবীগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ১২ কিঃ মিঃ হতে উত্তর পশ্চিমে অবস্থিত।[2]
বিবরণ
গোলকধাম মন্দিরটি একটি প্রাচীন উঁচু প্ল্যাটফর্মের ওপর স্থাপিত ছ্যকোণাকার মন্দির। এর অভ্যন্তরে একটি কক্ষ আছে। মন্দিরের চতুর্দিকে অনেকগুলো গাছপালা আছে।
সময়কাল
মন্দিরটির গায়ে এর নির্মাণকাল ১৮৪৬ সাল উল্লেখ আছে। মন্দিরটি উনবিংশ শতকের স্থাপত্যের একটি চমৎকার নিদর্শণন। এ স্থাপত্য কৌশল গ্রীক পদ্ধতির অনুরূপ।[2] মন্দিরটি গোলককৃষ্ণ গোস্বামীর স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয় এবং তাঁর নামেই নামকরণ করা হয়।
আরো পড়ুন
চিত্রশালা
- মন্দিরের গায়ে লিখিত নির্মাণকাল
- গোলকধাম মন্দিরের কারুকাজ
- মন্দিরের দেয়ালের পলেস্তারা খসা চেহারা
- মন্দিরের পার্শ্বচিত্র
- মন্দিরের স্থাপত্য শৈলী
তথ্যসূত্র
- "প্রত্নস্হলের তালিকা"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। http://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "গোলকধাম মন্দির"। জেলা তথ্য বাতায়ন। panchagarh.gov.bd। ২২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৬।
উইকিমিডিয়া কমন্সে গোলকধাম মন্দির সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.