গোয়েন্দা শাখা
গোয়েন্দা শাখা বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এটি বেশিরভাগ ক্ষেত্রে স্পর্শকাতর মামলার তদন্ত কার্যক্রম ও বিশেষ অভিযানে কাজ করে।
ইতিহাস
১ জুলাই ২০১৬ সালে গোয়েন্দা শাখা সহকারী কমিশনার রবিউল করিম ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার হামলায় সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত রেস্তোঁরাটিতে হামলার সময় অভিজান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মারা যান। [1] ১২ জানুয়ারি ২০১৭ সালে সন্ত্রাসীদের ১১ জন সদস্যকে ঢাকার সবুজবাগে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখা। [2]
উল্লেখযোগ্য মামলা
- শজনীন তাসনিম রহমানের হত্যার তদন্ত করেছে গোয়েন্দা শাখা। [3]
- শাখাটি অভিজিৎ রায়ের খুনের তদন্ত দেওয়া হয়েছিল। [4]
- বাংলাদেশ পুলিশ সমাধান করতে ব্যর্থ হওয়ার পরে শাখাটিকে সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। গোয়েন্দা শাখা অপরাধ সমাধানে অক্ষমতা প্রকাশ করার পরে মামলাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে স্থানান্তর করা হয়। [5]
বিতর্ক
- মার্চ ২০১৫-তে, গোয়েন্দা শাখার সদস্য বাংলাদেশ-ভারত সীমান্তের নিকটবর্তী কুমিল্লায় একজন অপরাধীকে ধাওয়ার সময় ভারতের ত্রিপুরার একটি সীমান্ত গ্রামে প্রবেশ করেছিলেন। [6][7] তাদের চারপাশে গ্রামবাসীরা ঘিরে রেখেছে, এবং তিন গোয়েন্দা সদস্য চারজনকে পালিয়ে এসে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী আটক করেছিল। তাদের বর্ডার গার্ডস বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং বিএসএফকে ডিবি সদস্যদের বাংলাদেশী আইনের অধীনে অভিযুক্ত করার আহ্বান জানিয়েছিল। [8]
- শামীম রেজা রুবেল ছিলেন এমন এক কলেজ ছাত্র, যাকে গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছিল। তারপরে তাকে নির্যাতন ও হেফাজতে হত্যা করা হয়। [9][10]
তথ্যসূত্র
- "Recalled in tears of pride"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৭।
- "11 fake DB men detained in Dhaka"। Dhaka Tribune। ১২ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৭।
- "SC upholds death sentence of Shahid for Shazneen murder"। Prothom Alo। ৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৭।
- "Police delay chargesheet for arresting 'five assailants' of writer-blogger Avijit Roy"। bdnews24.com। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৭।
- "Sagar-Runi killing: Journalists to launch tough movement"। Dhaka Tribune। ১১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৭।
- "'BSF' picks up 4 Bangladesh detectives"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৩-২৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২১।
- "BSF detains 4 Bangladeshi detectives at Comilla border"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২১।
- "BSF returns four Bangladesh policemen detained from Indian territory"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২১।
- "Cop Akram, 11 others acquitted"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-০৫-০৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২১।
- "Sad death gives hopes for all"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-২৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.