গোয়েন্দা গার্গী

গোয়েন্দা গার্গী হল বাঙালি সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের একটি কাল্পনিক মহিলা গোয়েন্দা চরিত্র। গোয়েন্দা গার্গীকে নিয়ে লেখক ত্রিশেরও বেশি উপন্যাস লিখেছেন যার বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য। বিথিন মুখোপাধ্যায় ছদ্মনামেও কিছু গোয়েন্দাকাহিনী প্রকাশিত হয়েছে।[1]

চরিত্র

গার্গীর পুরো নাম গার্গী ব্যানার্জী। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতের ছাত্রী এবং সখের রহস্যভেদী। বেশিরভাগ সময় অযাচিতভাবে রহস্যজালে জড়িয়ে পড়ে গার্গী এবং বুদ্ধির দৌড়ে অপরাধীকে পরাস্ত করে। গার্গীর ডাকনাম মিতুন। গার্গী প্রথমে থাকত দাদা-বৌদির পরিবারে, পরে ‘ঈর্ষার সবুজ চোখ’ উপন্যাসে সায়ন চৌধুরীকে বধূহত্যার অভিযোগ থেকে মুক্ত করে সে এবং বিবাহ করে তাকে।[2]

চলচ্চিত্র

৯০ এর দশকে গার্গীর গোয়েন্দাকাহিনী ঈর্ষার সবুজ চোখ ছোটপর্দায় ঈর্ষা নামে প্রচারিত হয়। গার্গীর ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রানী হালদারবহে বিষ বাতাস গল্প অবলম্বনে আকাশ আট বাংলা চ্যানেলে গার্গীর গোয়েন্দা কাহিনী প্রচারিত হয়। অনিন্দ্য সরকারের পরিচালনায় এই কাহিনীচিত্রে গার্গী চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা সেন।[1][3]

তথ্যসূত্র

  1. এবেলা.ইন, শাঁওলি। "এবার 'গোয়েন্দা' হলেন সুন্দরী দেবলীনা"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪
  2. "খলনায়িকা থেকে গোয়েন্দা মেয়েরা কম যায়নি কিছুতেই"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩
  3. "ব্যোমকেশ-ফেলুদা-শবরের পর এবার আসছেন গোয়েন্দা গার্গী"Eisamay। ২০১৭-১২-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.