গোয়ালাবাজার ইউনিয়ন

গোয়ালা বাজার ইউনিয়ন (সিলেটি: ꠉꠥꠀꠟꠣ ꠛꠣꠎꠣꠞ), সিলেট বিভাগ এবং সিলেট জেলার ওসমানীনগর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।

গোয়ালা বাজার (ꠉꠥꠀꠟꠣ ꠛꠣꠎꠣꠞ)
ইউনিয়ন
গোয়ালা বাজার (ꠉꠥꠀꠟꠣ ꠛꠣꠎꠣꠞ)
গোয়ালা বাজার (ꠉꠥꠀꠟꠣ ꠛꠣꠎꠣꠞ)
বাংলাদেশে গোয়ালাবাজার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪১′৩৮.০০০″ উত্তর ৯১°৪৩′১৯.৯৯৯″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাওসমানীনগর উপজেলা 
সরকার
  চেয়ারম্যানপীর মুহাম্মদ মজনু মিয়া
আয়তন
  মোট১,৮৪৭ হেক্টর (৪,৫৬৪ একর)
জনসংখ্যা
  মোট২৫,১৬১
  জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ০৮ ৪০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভৌগোলিক উপাত্ত

গোয়ালা বাজার ইউনিয়নের আয়তন ৪৫৬৩ একর (বর্গ কিলোমিটার)। এই ইউনিয়নে ২৮০৩ টি পরিবার বাস করে।

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশর ১৯৯১ আদমশুমারি অনুযায়ী গোয়ালা বাজার ইউনিয়নের জনসংখ্যা ১৬,৬৫৮ জন।[1] এর মধ্যে মহিলা ৫২%, এবং পুরুষ ৪৮%।

ইতিহাস

গোয়ালাবাজার ইউনিয়ন প্রাচীন বুড়ি বরাক নদীর দুই তীরে গড়ে ওঠা ভূ-অঞ্চলে ১১৭৬ ইং সাল থেকে জন বসতি গড়ে ওঠে।[2] সিলেটে হযরত শাহ জালাল (র:) এর আগমনের প্রাক্কালে এবং সমসাময়িক কালে মুসলিম জন বসতি গড়ে ওঠে। হযরত শাহ জালালের (র:) সহগামী অনুগামী ওলি আওলিয়াদের বেশ কটি মাজার এখানে বিদ্যমান। কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৪৮টি গ্রামের মধ্যস্থানে অবস্থিত গোয়ালা বাজার মডেল ইউনিয়ন পরিষদ।

জানা যায়, বর্তমান গোয়ালাবাজারের হাট এলাকায় ছোট ছোট গোয়াল ঘর ছিল। সেই গোয়াল ঘরের কাছে গড়ে উঠা বাজার ধীরে ধীরে গোয়ালাবাজার নামে প্রকাশ পায়। সিলেট-ঢাকা মহাসড়কে অবস্থিত গোয়ালাবাজার একটি প্রাচীন ও স্বনামধন্য ব্যবসা কেন্দ্র। এখানে একাধিক স্কুল মাদ্রাসাসহ একটি মহিলা কলেজ ও গণপাঠাগার রয়েছে। রয়েছে ওসমানীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবন। খ্যাতিমান লেখক/সাংবাদিক গিয়াস উদ্দিন আহমেদ, উজ্জ্বল ধর, জুবেল আহমদ.কয়েছ মিয়া এ ইউনিয়নের বাসিন্দা। এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় পরস্পর মিলে মিশে রয়েছে সুদীর্ঘকাল থেকে। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান। গোয়ালা বাজারকে ওসমানী নগরের বাণিজ্যিক রাজধানী বলা হয়।

গ্রাম তেরহাতী

ইউনিয়নএ ৪৮টি গ্রাম আছে গ্রাম মৌজা ১১ টি।

ভাষা ও সংস্কৃতি

সিলেট ঐতিহাসিকভাবেই আলাদা ভাষা এবং আলাদা সংস্কৃতি ধারণ ও লালন করে আসছে।[3] গোয়ালা বাজার ইউনিয়ন সিলেটের ই একটি অংশ। এখানে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস যার ফলে ভাষার ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। পূর্বে সিলেট আসাম রাজ্যের অন্তর্গত থাকার ফলে সিলেটের ভাষা ও সংস্কৃতিতে আসামের প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও সিলেটের রয়েছে এক বৈচিত্র্যময় নিজস্ব বর্ণমালা নাগরি বর্ণমালা[3]

প্রশাসনিক অবকাঠামো

৯ টি ওয়ার্ড এবং ৪৮ টি মহল্লা নিয়ে এ গোয়ালা বাজার ইউনিয়ন গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

ওয়ার্ড নংঅন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
০১পশ্চিম ব্রাক্ষনগ্রাম, দত্তগ্রাম
০২পূর্ব ব্রাক্ষনগ্রাম
০৩গদিয়ারচর, শশার কান্দি, একারাই।
০৪গোয়ালাবাজার, গ্রামতলা (দাশপাড়া), পুরকায়স্থপাড়া, ইকরখাই, জর্দ্দঘোষ,ঐয়াকুশী।
০৫ইলাশপুর, ভুধরপুর।
০৬তেরহাতী, নগরীকাপন, তালতলা, ভেরুখলা, কচপুরাই, কচবুরাই, নোয়ারাই, দত্তকাপন।
০৭জায়ফরপুর, এওলাতৈল, বাংলাপাড়া।
০৮নিজ করনসী, জহিরপুর, নূরপুর।
০৯মুতিয়ারগাও, ভাগলপুর, কলারাই, পূর্ব মোবারকপুর, মনতৈল, কলারাই বাজার।

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা

০১: বাবু হেমেন্দ্র কুমার সেন। (০২/০২/১৯৭৩-০২/০৪/১৯৭৮)

০২: জনাব মাহমদ আলী। (০২/০৪/১৯৭৮-১৮/০৩/১৯৮৪)

০৩: জনাব মোঃ আতাউর রহমান। (১৮/০৩/১৯৮৪-০৯/০২/১৯৮৯)

০৪: জনাব মাহমদ আলী। (০৯/০২/১৯৮৯-০৭/০৯/১৯৯৩)

০৫: জনাব পীর মুহাম্মদ মজনু মিয়া। (০৭/০৯/১৯৯৩-০৫/০২/১৯৯৮)

০৬: জনাব মোঃ হারুন মিয়া। (০৫/০২/১৯৯৮-১৬/০৪/২০০৩)

০৭: জনাব সৈয়দ কওছর আহমদ। (১৬/০৪/২০০৩-০৮/০৮/২০১১)

০৮: জনাব আতাউর রহমান মানিক। (০৮/০৮/২০১১-০৭/০৮/২০১৬)

০৯: জনাব আতাউর রহমান মানিক। (০৭/০৮/২০১৬-৩১/০১/২০২২)

১০: জনাব পীর মুহাম্মদ মজনু মিয়া।

(৩১/০১/২০২২-বর্তমান)

আরও দেখুন

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.