গোমস্তাপুর ইউনিয়ন
গোমস্তাপুর ইউনিয়ন গোমস্তাপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[1][2]
গোমস্তাপুর | |
---|---|
ইউনিয়ন | |
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ। | |
গোমস্তাপুর গোমস্তাপুর | |
স্থানাঙ্ক: ২৪°৪৭′৫০″ উত্তর ৮৮°১৭′৪০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
উপজেলা | গোমস্তাপুর উপজেলা |
আয়তন | |
• মোট | ১৬.১০ বর্গকিমি (৬.২২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী প্রতিবেদন) | |
• মোট | ৪০,৭৭৬ |
• জনঘনত্ব | ২,৫০০/বর্গকিমি (৬,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন
ইউনিয়ন সীমানা-উত্তরে রহনপুর পৌরসভা, দক্ষিণে শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়ন, পূর্বে দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়ন, পশ্চিমে দিকে মহানন্দা নদীর পাড়ে চৌডালা ইউনিয়ন। এর আয়তন – ১৬.১০ (বর্গ কিঃ মিঃ)।
কৃতি সন্তান
- মোহাঃ হুমায়ূন রেজা চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা পরিষদ, সাবেক চেয়ারম্যান,(দুই বার) গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ।
- কমলা রঞ্জন দাস, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
- শাহানা আক্তার জাহান, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপসচিব), রাজশাহী।
প্রশাসনিক ব্যবস্থা
এটি মোট ৩২ টি গ্রাম এবং ১৫ টি মৌজার সমন্বয়ে গঠিত। গোমস্তাপুর ইউনিয়ন এর ওয়ার্ডসমূহ হলোঃ
- দেবিনগর, নামটোলা,নয়াদিয়াড়ী অংশ
- নয়াদিয়াড়ী
- রাজারামপুর,বালুগ্রাম, দখিন্টোলা
- খোসালপাড়া
- গোমস্তাপুর
- চকপুস্তম ও হোগলা অংশ
- বেগমনগর,হোগলা অংশ
- নিমতলা কাঁঠাল
- দোসিমানী, অভিমান্যপুর
তথ্যসূত্র
- "গোমস্তাপুর উপজেলা - বাংলাপিডিয়া"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০।
- "গোমস্তাপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.