গোবিন্দগঞ্জ উপজেলা
গোবিন্দগঞ্জ উপজেলা বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি প্রশাসনিক এলাকা।
গোবিন্দগঞ্জ | |
---|---|
উপজেলা | |
গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ | |
স্থানাঙ্ক: ২৫°৮′২″ উত্তর ৮৯°২৩′৩৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
আসন | ৩২,গাইবান্ধা ৪ |
সরকার | |
• সংসদ সদস্য | মনোয়ার হোসেন চৌধুরী |
আয়তন | |
• মোট | ৪৬০.৪২ বর্গকিমি (১৭৭.৭৭ বর্গমাইল) |
জনসংখ্যা (2001)[1] | |
• মোট | ৪,৬১,৪২৮ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৭৪০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৩২ ৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
উত্তরবঙ্গ এর প্রবেশদ্বার বলে খ্যাত গোবিন্দগঞ্জ উপজেলা রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় অবস্থিত। উত্তরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ও পলাশবাড়ী উপজেলা, দক্ষিণে বগুড়া জেলার সোনাতলা উপজেলা ও শিবগঞ্জ উপজেলা, পূর্বে সাঘাটা উপজেলা ও পলাশবাড়ী উপজেলা, পশ্চিমে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ও কালাই উপজেলা।
প্রশাসনিক এলাকা
পৌরসভা - ১টি :
ইউনিয়ন - ১৭টি :
শিক্ষা প্রতিষ্ঠান
গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জানুয়ারি ২০২২ তারিখে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা
- গোবিন্দগঞ্জ মহিলা কলেজ
- গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল
- বিপিএড কলেজ
অর্থনীতি
এই উপজেলার কোচাশহর ইউনিয়ন কুটির শিল্পে খুবই উন্নত। এখানে ১৯৬০-এর দশক থেকে সুয়েটার, মুজা, মাফলার ইত্যাদি তৈরী করা হয়।
- শিল্প-কারখানা
বাংলাদেশের অন্যতম বড় চিনিকল রংপুর চিনি কল লিমিটেড এই উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত।
উল্লেখযোগ্য ব্যক্তি
- আহমেদ হোসেইন - রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার কৃষি মন্ত্রী;
- মনোয়ার হোসেন চৌধুরী - রাজনীতিবিদ,সংসদ সদস্য;
- শাহ আব্দুল হামিদ - রাজনীতিবিদ, গণপরিষদ এর প্রথম স্পীকার;
- কাজী এম বদরুদ্দোজা - কৃষিবিদ, কাজী পেয়ারার উদ্ভাবক।
দর্শনীয় স্থান
- বর্ধন কুঠি জমিদার বাড়ী
- বিরাট রাজার প্রাসাদ - গোবিন্দগঞ্জ উপজেলা;
- রংপুর চিনি কল লিমিটেড - মহিমাগঞ্জ ইউনিয়ন।
- মাস্তা মসজিদ।
- বাগদা ফার্ম
- ফুলপুকুরিয়া পার্ক
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.