গোপীনাথপুর ইউনিয়ন, গোপালগঞ্জ সদর
গোপীনাথপুর ইউনিয়ন ঢাকা বিভাগ-এর গোপালগঞ্জ জেলার এবং গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন।
গোপীনাথপুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | গোপালগঞ্জ সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ সাহেব আলী মোল্লা (টুকু) ((আওয়ামী লীগ)) |
আয়তন | |
• মোট | ১৬.৪৫৪ বর্গকিমি (৬.৩৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১২,৩০৭ |
• জনঘনত্ব | ৭৫০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
যোগাযোগ
গোপালগঞ্জ সদর উপজেলা থেকে ঢাকা - খুলনা মহাসড়কে ইজিবাইক, রিক্সা,বাস যোগে যাওয়া যায়।
ভাষা ও সংস্কৃতি
গোপীনাপুর ইউনিয়নে বাংলা ভাষাভাষি লোক বসবাস করে। এখানকার ভাষা ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী। এখানে লালন গীতি, পল্লী গীতি, জারি, সারি, ভাটিয়ালি প্রভৃতি সংগীতের চর্চা করা হয়। এখােন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় বিভিন্ন প্রকার গানের আসরের আয়োজন করা। এখানকার মানুষ খুবই সংগীত প্রিয় এবং সংগীতকে মনে প্রানে ভালবাসে।
প্রশাসনিক অবকাঠামো
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান– ১জন।
- নির্বাচিত পরিষদ সদস্য– ১২জন।
- ইউনিয়ন পরিষদ সচিব– ০১জন।
- ইউনিয়ন গ্রাম পুলিশ– ০৯জন।
- ইউনিয়ন গ্রাম দফাদার– ০১জন।
গ্রামসমূহ
- গ্রাম ০৪টি।
- বড় গোপীনাথপুর
- বোয়ালিয়া
- গোয়ালারচর
- মেরীগোপীনাথপুর
জনসংখ্যা
- পুরুষঃ ৬০৪৫জন এবং নারীঃ ৬২৬২
- সর্বমোটঃ ১২৩০৭জন।
- বড় গোপীনাথপুরঃ পুরুষ-৩৪১০জন, নারী-৩৬৩৭জন, মোট-৭০৪৭জন।
- বোয়ালিয়াঃ পুরুষ-৫৪৪জন, নারী-৫৫৬জন, মোট-১১০০জন।
- গোয়ালারচরঃ পুরুষ-১২৯জন, নারী-১৩৯জন, মোট-২৬৮জন।
- মেরীগোপীনাথপুরঃ পুরুষ-১৯৬২জন, নারী-১৯৩০জন, মোট-৩৮৯২জন।
শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,
- মাধ্যমিক বিদ্যালয়-০২টি,
- কলেজ-০১টি
জনপ্রতিনিধি
পূর্বতন চেয়ারম্যানদের তালিকা
- জনাব শাহ আলম সরকার (১০-০২-৯৮ - ০৯-০২-১০ ইং)
- জনাব তৈয়ব আলী (১৯৮৩ - ১৯৮৮ ইং)
- জনাব মোঃ মাজেদুল ইসলাম সরকার (১৯৮৮ - ১৯৯৩ ইং)
- জনাব কফিল উদ্দিন(১৯৯৩ - ১৯৯৮ ইং)
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.