গোপালগঞ্জ-১
গোপালগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গোপালগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১৫নং আসন।
গোপালগঞ্জ-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | গোপালগঞ্জ জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার | ৩,২১,১৩০ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | ফারুক খান |
সীমানা
গোপালগঞ্জ-১ আসনটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: গোপালগঞ্জ-১[5][6] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ফারুক খান | ২,৪০,৩০৪ | ৯৭.৬ | +৬.০ | |
জাতীয় পার্টি | মজুমদার | ৫,৮৬৩ | ২.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,৩৪,৪৪১ | ৯৫.২ | +৮.৬ | ||
ভোটার উপস্থিতি | ২,৪৬,১৬৭ | ৮৯.০ | +৬.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: গোপালগঞ্জ-১[7][8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ফারুক খান | ১,৮৩,২৩৪ | ৯১.৬ | +১৩.১ | |
বিএনপি | মো. মোল্লা | ৯,৯৮৬ | ৫.০ | -৫.৯ | |
ইসলামী আন্দোলন | মো. রুহুল আমিন | ৬,৮১০ | ৩.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৭৩,২৪৮ | ৮৬.৬ | +১৯.০ | ||
ভোটার উপস্থিতি | ২,০০,০৩০ | ৮২.৬ | +১০.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: গোপালগঞ্জ-১[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ফারুক খান | ১,৪৫,৩৯১ | ৭৮.৫ | -৮.৪ | |
বিএনপি | মো. মহব্বত জান চৌধুরী | ২০,১৩৬ | ১০.৯ | +৭.৩ | |
স্বতন্ত্র | আলী আজম | ১৪,৭৫৫ | ৮.০ | প্র/না | |
স্বতন্ত্র | মজুমদার | ৩,৬৮০ | ২.০ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো. তৈয়বুর রহমান শরীফ | ৮২৮ | ০.৪ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | হোসেন | ৩৯৬ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,২৫,২৫৫ | ৬৭.৬ | -১৫.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৫,১৮৬ | ৭২.১ | -১.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: গোপালগঞ্জ-১[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ফারুক খান | ১,১৯,৫৩৬ | ৮৬.৯ | +২১.৮ | |
জামায়াতে ইসলামী | এ. কে. হক | ৫,২৩৬ | ৩.৮ | -৭.৭ | |
বিএনপি | খায়রুল বাকী মিঞা | ৪,৯১৪ | ৩.৬ | -৫.৫ | |
জাতীয় পার্টি | আলী | ৩,৫০২ | ২.৫ | +২.০ | |
ইসলামী ঐক্য জোট | উল্লাহ | ৩,১২৪ | ২.৩ | প্র/না | |
জাকের পার্টি | মো. আনোয়ারুল ইসলাম | ৬১৫ | ০.৪ | ০.০ | |
স্বতন্ত্র | মো. মোশাররফ হোসেন | ২৯৩ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | শরীফ ইসলাম | ১৮২ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | বিশ্বাস | ১৫১ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,১৪,৩০০ | ৮৩.১ | +৩০.০ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৭,৫৫৩ | ৭৩.৪ | +২০.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: গোপালগঞ্জ-১[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | কাজী আব্দুর রশিদ | ৭৯,২১৯ | ৬৫.১ | |||
বাকশাল | মুকুল চন্দ্র বসু | ১৪,৬০২ | ১২.০ | |||
জামায়াতে ইসলামী | এ. কে. হক | ১৩,৯৯২ | ১১.৫ | |||
বিএনপি | খায়রুল বাকী মিঞা | ১১,১৩৬ | ৯.১ | |||
জাতীয় পার্টি | জুলফিকার আলী | ৬৫৬ | ০.৫ | |||
বাংলাদেশ হিন্দু লীগ | সুরেশ চন্দ্র বিশ্বাস | ৬৪১ | ০.৫ | |||
স্বতন্ত্র | মো. লুুৎফর | ৪৮৪ | ০.৪ | |||
জাকের পার্টি | এ. মান্নান | ৪৭৫ | ০.৪ | |||
জাসদ | আজিজুর রহমান | ১৯৭ | ০.২ | |||
স্বতন্ত্র | এম. এইচ. খান মঞ্জুর | ১৯৩ | ০.২ | |||
স্বতন্ত্র | মো. ফারুক আহম্মদ তালুকদার | ৮১ | ০.১ | |||
বাংলাদেশ জাতীয় কংগ্রেস | মণীন্দ্র সরকার | ৮০ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৪,৬১৭ | ৫৩.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,২১,৭৫৬ | ৫২.৭ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Gopalganj-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Gopalganj-1"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.