গোদাবরী নদী

গোদাবরী নদী (মারাঠি:गोदावरी,তেলুগু:గోదావరి) দক্ষিণ ভারতের একটি দক্ষিণ-পূর্ব বাহিনী নদী। এই নদীর অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকাগুলির অন্যতম। মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার ত্র্যম্বকে এই নদীর উৎপত্তি। দাক্ষিণাত্য মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে অতঃপর এই নদী অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাজামুন্দ্রির কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।[1]

গোদাবরী
দক্ষিণ গঙ্গা
তেলঙ্গানা রাজ্যের খাম্মাম জেলায় অবস্থিত গোদাবরী নদীর উপর ডুম্মুগুডেম বাঁধ
দক্ষিণ ভারতীয় উপদ্বীপে গোদাবরী নদীর গতিপথের মানচিত্র।
অববাহিকার বৈশিষ্ট্য
মোহনাঅন্তরবেদী থেকে বঙ্গোপসাগর
0 একক?
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য1,465 একক?
নিষ্কাশন
  • অবস্থান:
    পোলাবরম (১৯০১-১৯৭৯)
  • সর্বনিম্ন হার:
     একক?
  • সর্বোচ্চ হার:
    ৩৪৬০৬ একক?
গোদাবরী নদী কোভুর শহরের নিকট

তথ্যসূত্র

  1. "River Godavari"। rainwaterharvesting.org। ২০১৮-১২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১১-১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.