গোড়গ্রাম ইউনিয়ন

অবস্থান

  • [[গোড় গ্রাম ইউনিয়ন নীলফামারি শহরের উত্তর পশ্চিমে অবস্থিত । গোড় গ্রাম ইউনিয়নের পুর্বদিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন, পশ্চিমে দিনাজপুর জেলার খানসামা থানার ১নং আলোকঝাড়ী ইউনিয়ন । উত্তরে রয়েছে চওড়া বড়গাছা ইউনিয়ন এবং পাশাপাশি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা অবস্থিত । সর্বশেষ দক্ষিণ পশ্চিমে দিনাজপুর জেলার খানসামা থানার রামকলা ইউনিয়ন । ]]

প্রশাসনিক এলাকা

ইউনিয়নটি ৫টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমূহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

  • গ্রাম সমূহ-
    • ধোবাডাঙ্গা
    • গোড়গ্রাম
    • কির্ত্তনীয়া পাড়া
    • নগর বন
    • ভোবানী গঞ্জ

ইতিহাস

নীলফামারী জেলায় যেসব প্রত্নতাত্বিক নিদর্শন পাওয়া যায় সে-সব নিদর্শন গুলোর মধ্যে একটি হলোঃ বিরাট রাজার দিঘি বা বিন্যাদিঘী । এই উৎকৃষ্ট মানের পর্যটন কেন্দ্রটির নাম যুগের সাথে তাল মিলিয়ে নাম বদলেছে । দিঘির জলের রং নীল বলে পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয় নীলসাগর । বর্তমানে নীলসাগর নীলফামারী শহরের পশ্চিমে গোড় গ্রাম ইউনিয়নে অবস্থিত । কথিত আছে যে মহারাজ বিরাটের কয়েক হাজার গাভীকে জল পান করার জন্য দিঘিটি খনন করা হয়েছিল এবং রাজকুমারী বিন্যাদেবীর নামানুসারে দিঘির নামকরণ করা হয় বিন্যাদিঘী । এই অঞ্চলের প্রবীণমানুষদের মুখে শোনা যেত আরও একটি অবিশ্বাস্য কাহিনিঃ এই অঞ্চলের কোনো পরিবারে বিয়ের জন্য বিয়ের আগের দিন দিঘির ধারে গিয়ে সাহায্য চাওয়া হলে সাহায্য হিসেবে পাওয়া যেতো থালাবাসন এবং বিয়ের অনুষ্ঠান শেষে তা পরিষ্কার করে দিয়ে আসা হতো । আরও শোনা যায় নতুন গাভীর প্রথম দহিত দুধ দিঘিতে ঢেলে দিয়ে আসা হতো এবং একটি নাগ এসে তা পান করত । আশ্চর্যের বিষয় হলো এই দিঘিতে কখনো কচুরিপানা জন্মেনি ও এখন পর্যন্ত বেশ কয়েকজন সাঁতারু বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন । প্রত্যেক মৃত ব্যক্তিরা বাংলা বছরের চৈত্র মাসের পহেলা দিনে মারা যায়॥

জনসংখ্যা

চওড়া ইউনিয়নের মোট জনসংখ্যা = ২৯,২২০ জন।[2]

  • পুরুষ = ১৪,৮৯০ জন
  • নারী= ১৪,২৩০ জন

শিক্ষা

চওড়া বড়গাছা ইউনিয়নের শিক্ষার হার ৪৯%। এ ইউনিয়নে ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা রয়েছে। [3]

তথ্যসূত্র

  1. "গোড়গ্রাম ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন
  2. "সংগলশীর জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৫
  3. গোড়গ্রাম ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.