গোঁজলা গুই

গোঁজলা গুই ছিলেন একজন বাঙালি লোকগায়ক। তিনি বাংলা কবি গানের আদি পুরুষেদের অন্যতম। তাকে কবি গানের স্রষ্টাও বলা হয়।

জীবনী

গোঁজলা গুই আনুমানিক ১৭০৪ খৃষ্টাব্দে জন্মগ্রহন করেন। তাঁর জীবনবৃত্তান্ত বিশদ জানা যায় না। তিনি টপ্পা রীতি ও টিকারা সঙ্গতে কবিগান করতেন। তাকে কবিগানের জনক হিসেবে অভিহিত করা হয়ে থাকে।[1] কবি ঈশ্বরচন্দ্ৰ গুপ্ত, ১২৬১ সালের ১লা অগ্রহায়ণের সংবাদ প্রভাকরে লিখেছেন “১৪০ এক শত চল্লিশ বৎসরের এ দিক নহে, বরং অধিক হইবে, গোঁজলা গুই গান প্ৰস্তুত করেন”। তাঁর সমসাময়িক কবিয়ালরা ছিলেন রাসু নৃসিংহ, লালু, কেষ্টা মুচি, নন্দলাল। অনেকে মনে করেন, এঁরা ছিলেন গোঁজলা গুই-য়ের শিষ্য।[2]

তথ্যসূত্র

  1. প্রথম খন্ড, বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৩৬। আইএসবিএন 978-8179551356।
  2. "পাতা:সাহিত্য পরিষৎ পত্রিকা (দ্বিতীয় ভাগ).pdf/৩৪৯ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.