গের্ড মুলার

গেরহার্ড মুলার (জার্মান: Gerd Müller, জার্মান উচ্চারণ: [ˈɡɛɐ̯t ˈmʏlɐ]; ৩ নভেম্বর ১৯৪৫ – ১৫ আগস্ট ২০২১; গের্ড মুলার নামে সুপরিচিত) একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। ভক্তদের কাছে ডার বোম্বার (জাতির বোমারু)[2] ডাকনামে পরিচিত মুলার তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় বায়ার্ন মিউনিখ এবং পশ্চিম জার্মানি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। বিশেষ করে ছয় গজ বাক্সের নিকটে এসে নির্ভুল গোল করার জন্য বিখ্যাত এই আক্রমণভাগের খেলোয়াড় বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞদের দ্বারা ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতা হিসেবে বিবেচিত হন।[2] ২০২২ সালে, তার স্মরণে ফ্রান্স ফুটবল মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কারটি গের্ড মুলার শিরোপা নামে নামকরণ করেছে।[3]

গের্ড মুলার
২০০৬ সালে মুলার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গেরহার্ড মুলার
জন্ম (১৯৪৫-১১-০৩)৩ নভেম্বর ১৯৪৫
জন্ম স্থান নর্ডলিঙ্গেন, মিত্র-অধিকৃত জার্মানি,
পশ্চিম জার্মানি
মৃত্যু ১৫ আগস্ট ২০২১(2021-08-15) (বয়স ৭৫)
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট   ইঞ্চি)[1]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৫৮–১৯৬৩ ১৮৬১ নর্ডলিঙ্গেন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬৩–১৯৬৪ ১৮৬১ নর্ডলিঙ্গেন ৩১ (৫১)
১৯৬৪–১৯৭৯ বায়ার্ন মিউনিখ ৪৫২ (৩৯৮)
১৯৭৯–১৯৮১ ফোর্ট লডারডেল স্ট্রাইকার্স ৭১ (৩৮)
মোট ৫৫৫ (৪৮৭)
জাতীয় দল
১৯৬৬ পশ্চিম জার্মানি অনূর্ধ্ব-২১ (১)
১৯৬৬–১৯৭৪ পশ্চিম জার্মানি ৬২ (৬৮)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৫৮–৫৯ মৌসুমে, মাত্র ১৩ বছর বয়সে, জার্মান ফুটবল ক্লাব ১৮৬১ নর্ডলিঙ্গেনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মুলার ফুটবল জগতে প্রবেশ করেছিলেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছিলেন। ১৯৬৩–৬৪ মৌসুমে, জার্মান ক্লাব ১৮৬১ নর্ডলিঙ্গেনের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছিলেন; ১৮৬১ নর্ডলিঙ্গেনের হয়ে তিনি ৩১ ম্যাচে ৫১টি গোল করেছিলেন। অতঃপর ১৯৬৪–৬৫ মৌসুমে তিনি বায়ার্ন মিউনিখে যোগদান করেছিলেন, বায়ার্ন মিউনিখের হয়ে তিনি ৪টি বুন্দেসলিগা শিরোপা এবং ৩টি ইউরোপিয়ান কাপ শিরোপা জয়লাভ করেছিলেন। বায়ার্ন মিউনিখের ১৫ মৌসুমে সকল প্রতিযোগিতায় ৬০৫ ম্যাচে ৫৬৩টি গোল করেছিলেন। সর্বশেষ ১৯৭৯–৮০ মৌসুমে, তিনি বায়ার্ন মিউনিখ হতে মার্কিন ক্লাব ফোর্ট লডারডেল স্ট্রাইকার্সে যোগদান করেছিলেন; ফোর্ট লডারডেল স্ট্রাইকার্সের হয়ে ৩ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

১৯৬৬ সালে, মুলার পশ্চিম জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে পশ্চিম জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। পশ্চিম জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করার পর, তিনি একই বছরে পশ্চিম জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; পশ্চিম জার্মানির জার্সি গায়ে তিনি সর্বমোট ৬২ ম্যাচে ৬৮টি গোল করেছিলেন। তিনি পশ্চিম জার্মানির হয়ে সর্বমোট ২টি ফিফা বিশ্বকাপ (১৯৭০ এবং ১৯৭৪) এবং উয়েফা ইউরো ১৯৭২-এ অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১৯৭২ এবং ১৯৭৪ সালে হেলমুট শনের অধীনে যথাক্রমে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ফিফা বিশ্বকাপের শিরোপা জয়লাভ করেছিলেন। পশ্চিম জার্মানির হয়ে তিনি প্রতি ম্যাচে গড়ে একটির চেয়ে অধিক গোল করেছেন এবং ২০২১ সালের ১১ই জুলাই অনুযায়ী, শীর্ষ ৪৮ খেলোয়াড়ের তুলনায় কম ম্যাচ খেলা সত্ত্বেও আন্তর্জাতিক পর্যায়ে সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় ২১তম স্থানে রয়েছেন; শীর্ষ গোলদাতাদের মধ্যে তার ম্যাচ প্রতি তৃতীয় সর্বোচ্চ গোল অনুপাত রয়েছে।

ব্যক্তিগতভাবে, মুলার বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছিলেন, যার মধ্যে ১৯৭০ সালে বালোঁ দ’অর[4] এবং ১৯৬৭ ও ১৯৬৯ সালে বর্ষসেরা জার্মান ফুটবলারের পুরস্কার অন্যতম। এছাড়াও ১৯৭০ সালে মুলার বর্ষসেরা ইউরোপীয় ফুটবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পশ্চিম জার্মানির হয়ে ১৯৭০ ফিফা বিশ্বকাপে দশটি গোল করে তিনি শীর্ষ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয়লাভ করেছেন। মুলার ফিফা বিশ্বকাপে ১৪ গোল করে ৩২ বছর ধরে সর্বকালের সর্বাধিক গোল করার রেকর্ড ধরে রেখেছিলেন।[5] ১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস) কর্তৃক অনুষ্ঠিত ইউরোপিয়ান প্লেয়ার অব দ্য সেঞ্চুরি নির্বাচনে মুলার নবম এবং আইএফএফএইচএস-এর ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি নির্বাচনে তিনি ১৩তম স্থান অধিকার করেছিলেন।[6] ২০০৪ সালে পেলে কর্তৃক নির্ধারিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ জীবিত কিংবদন্তি খেলোয়াড়দের তালিকা, ফিফা ১০০ তালিকায় মুলার স্থান পেয়েছেন।[2] দলগতভাবে, মুলার সর্বমোট ১৬টি শিরোপা জয়লাভ করেছিলেন, যার মধ্যে ১৪টি বায়ার্ন মিউনিখের হয়ে এবং ২টি পশ্চিম জার্মানির হয়ে জয়লাভ করেছিলেন।

ক্লাব ফুটবল

বায়ার্ন মিউনিখ

১৯৬৭ সালে একটি ফুটবলে অটোগ্রাফ প্রদান করছেন মুলার। তার ডানদিকে রয়েছে ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার এবং ভার্নার অলক

মুলার তার নিজ শহরের ক্লাব ১৮৬১ নর্ডলিঙ্গেনের হয়ে খেলার মাধ্যমে ফুটবলে তার খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। ১৯৬৪ সালে মুলার বায়ার্ন মিউনিখে যোগদান করেছিলেন, যেখানে তিনি ভবিষ্যত প্রজন্মের তারকা খেলোয়াড় ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার এবং সেপ মাইয়ারের সাথে একত্রে খেলার সুযোগ পেয়েছিলেন। পরবর্তী সময়ে জার্মান ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব হয়ে উঠা ক্লাবটি তখনও জার্মানির পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর রেজিওনাললিগা সুডে প্রতিযোগিতা করতো। এক মৌসুম পর, বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় উত্তীর্ণ হয় এবং সফলতার এক ধারা শুরু করে। বায়ার্ন মিউনিখের হয়ে মুলার ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে বেশ কয়েকটি শিরোপা জয়লাভ করেছিলেন: যার মধ্যে ৪টি জার্মান চ্যাম্পিয়নশিপ, ৪টি ডিএফবি-পোকাল, টানা ৩ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস কাপ (একই সাথে এই শিরোপাজয়ী প্রথম পশ্চিম জার্মান দল), ১টি আন্তঃমহাদেশীয় কাপ এবং ১টি ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ অন্যতম। মুলার ১৯৭৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস কাপের ফাইনালের পুনঃখেলা এবং ১৯৭৫ সালের ফাইনালে গোল করেছিলেন।[7]

একজন সুযোগ-সন্ধানী গোলদাতা হিসেবে তিনি সাতবার জার্মানির শীর্ষ গোলদাতা এবং দুইবার ইউরোপীয় শীর্ষ গোলদাতা পুরস্কার জয়লাভ করেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে ৪২৭টি বুন্দেসলিগা ম্যাচে মুলার সর্বমোট ৩৬৫টি গোল করেছেন, যা বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ (২০২১ সালের আগস্ট মাস অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন রবের্ত লেভানদোভস্কি, যিনি মুলারের চেয়ে প্রায় ১০০ গোল পিছিয়ে রয়েছেন)।[7] ১৯৭১–৭২ মৌসুমে ৪০ গোল করে একক মৌসুমের সর্বোচ্চ গোল করে বুন্দেসলিগায় রেকর্ড গড়েছিলেন; তবে এই রেকর্ডের প্রায় বছর পর ২০২০–২১ মৌসুমে বায়ার্ন মিউনিখের খেলোয়াড় রবের্ত লেভানদোভস্কি ৪১ গোল করে উক্ত রেকর্ডটি ভেঙ্গে ফেলেছেন।[8] মুলার বায়ার্ন মিউনিখের ১৪ মৌসুমের মধ্যে সাতটিতে ম্যাচ প্রতি একটি গোল অথবা তার চেয়ে বেশি গড়ে গোল করেছিলেন। তিনি ১৯৭২ সালে ৮৫টি গোল করে এক বছরে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছিলেন;[9] এর প্রায় ৪০ বছর পর ২০১২ সালে আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি ৯১টি গোল করে রেকর্ডটি ভেঙ্গে ফেলেছেন।[10][11]

ফোর্ট লডারডেল স্ট্রাইকার্স

বুন্দেসলিগায় ১৪ মৌসুম অতিবাহিত করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর উত্তর আমেরিকান সকার লিগের (এনএএসএল) ক্লাব ফোর্ট লডারডেল স্ট্রাইকার্সে যোগদান করেছিলেন।[12] ১৯৮০ সালে উত্তর আমেরিকান সকার লিগের ফাইনালে ফোর্ট লডারডেল স্ট্রাইকার্স উত্তীর্ণ হয়েছিল, তবে তার দল শিরোপা জয়লাভ করতে ব্যর্থ হয়।[13] তিনি এই দলের হয়ে ৩ মৌসুমে সকল প্রতিযোগিতায় ৮০ ম্যাচে ৪০টি গোল করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

মুলার পশ্চিম জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পশ্চিম জার্মানির প্রতিনিধিত্ব করেছিলেন; উক্ত দলের হয়ে তিনি মাত্র ১টি ম্যাচে ১টি গোল করেছিলেন।

১৯৬৬ সালের ১২ই অক্টোবর তারিখে, মাত্র ২০ বছর ১১ মাস ৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মুলার তুরস্কের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পশ্চিম জার্মানির হয়ে অভিষেক করেছিলেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি পশ্চিম জার্মানি ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[14] পশ্চিম জার্মানির হয়ে অভিষেকের বছরে মুলার মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৫ মাস ২৮ দিন পর, পশ্চিম জার্মানির জার্সি গায়ে প্রথম গোলটি করেছিলেন; ১৯৬৭ সালের ৯ই এপ্রিল তারিখে, আলবেনিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছিলেন।[15] একই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম হ্যাট্রিকটি করেছিলেন; তিনি উক্ত ম্যাচের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠ গোলটি করেছিলেন।[15]

১৯৭৪ ফিফা বিশ্বকাপ জয়ের পর ভলফগাং ওভারাটের (বামে) সাথে বিশ্বকাপ হাতে উদযাপন করছেন মুলার

মুলার মেক্সিকোয় অনুষ্ঠিত ১৯৭০ ফিফা বিশ্বকাপের জন্য হেলমুট শনের অধীনে ঘোষিত পশ্চিম জার্মানি দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন।[16][17] ১৯৭০ সালের ৩রা জুন তারিখে, তিনি মরক্কোর বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছিলেন; ম্যাচের ৭৮তম মিনিটে তিনি পশ্চিম জার্মানির হয়ে ম্যাচের জয়সূচক এবং ফিফা বিশ্বকাপে তার প্রথম গোলটি করেছিলেন।[18][19][20] উক্ত বিশ্বকাপে তিনি ৬ ম্যাচে ১০টি গোল করে আসরের শীর্ষ গোলদাতা হিসেবে তিনি গোল্ডেন বুট জয়লাভ করেছিলেন।[21][22][23] অতঃপর মুলার ১৯৭৪ ফিফা বিশ্বকাপের জন্য প্রকাশিত পশ্চিম জার্মানির ২৩ সদস্যের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন।[24][25] উক্ত বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানি নেদারল্যান্ডসকে ২–১ গোলে ব্যবধানে পরাজিত করে ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[26][27] উক্ত বিশ্বকাপে তিনি পশ্চিম জার্মানির হয়ে ৭ ম্যাচে ৪টি গোল করেছিলেন।[28] মুলার তার খেলোয়াড়ি জীবনে সর্বমোট ২টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে তিনি ১৩টি ম্যাচে ১৪টি গোল করে ফিফা বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড করেছিলেন। তার এই রেকর্ডটি ২০০৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত অক্ষত ছিল, কাকতালীয়ভাবে জার্মানিতে অনুষ্ঠিত উক্ত বিশ্বকাপে ব্রাজিলীয় আক্রমণভাগের খেলোয়াড় রোনালদো ১৫টি গোল করার মাধ্যমে রেকর্ডটি ভেঙ্গে দিয়েছিলেন, তবে রেকর্ডটি ভাঙ্গতে তিনি মুলারের চেয়ে অধিক ম্যাচ খেলেছিলেন।[5]

১৯৭২ সালের ১৮ই জুন তারিখে মুলার আন্তর্জাতিক পর্যায়ে তার ৫০তম গোলটি করেছিলেন, বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে উয়েফা ইউরো ১৯৭২-এর ফাইনালের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি এই কীর্তি অর্জন করেছিলেন।[29][30][31] ১৯৭৪ সালের ৭ই জুলাই তারিখে মুলার ২৮ বছর বয়সে পশ্চিম জার্মানির তার সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন। পশ্চিম জার্মানির মিউনিখের মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৯৭৪ ফিফা বিশ্বকাপ ফাইনালের ৪৩তম মিনিটে রাইনার বনহফের অ্যাসিস্টে জার্মানির দ্বিতীয় এবং জয়সূচক গোলটি জার্মানিকে বিশ্বকাপ জয়লাভ করতে সহায়তা করেছিল।[26][32][33][34] ১৯৭৪ সালের বিশ্বকাপ জয়ের পর মুলার পশ্চিম জার্মানির হয়ে খেলা ছেড়ে দেন। বিশ্বকাপ জয় উদযাপনে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের স্ত্রীদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হলেও খেলোয়াড়দের স্ত্রীদের উপস্থিতিতে অনুমতি না দেয়ায় অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে তার ঝগড়া হয়েছিল। আন্তর্জাতিক ফুটবলে, তার ৯ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি সর্বমোট ৬২ ম্যাচে ৬৮টি গোল জার্মানির সর্বকালের শীর্ষ গোলদাতায় পরিণত হয়েছিলে;[7] তবে ৪০ বছর পর ২০১৪ সালে মিরোস্লাভ ক্লোসা ৭১ গোল করার মাধ্যমে রেকর্ডটি ভেঙ্গে দিয়েছেন,[35][36] যদিও রেকর্ডটি ভাঙ্গতে ক্লোসা দ্বিগুণের বেশি ম্যাচ খেলেছিলেন। ক্লোসা ১৩২তম ম্যাচে তার ৬৯তম গোলটি করেছিলেন।[37] এছাড়াও তিনি ১টি করে ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।

অবসর

১৯৮২ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর, মুলার মন্দার মধ্যে পড়ে যান এবং মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন। তবে বায়ার্ন মিউনিখে তার প্রাক্তন সঙ্গীরা তাকে মদ্য পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে রাজি করিয়েছিল। মদ্যপানের আসক্তি থেকে মুক্ত হওয়ার পর তারা তাকে বায়ার্ন মিউনিখ ২-এর সহকারী কোচের চাকরি হয়েছিল। গের্ড মুলার নামে ক্রীড়া প্রতিষ্ঠান আডিডাস দ্বারা প্রকাশিত পোশাকের একটি সংগ্রহও রয়েছে। এটি আডিডাস মৌলিক কাজের একটি অংশ। ২০০৮ সালের জুলাই মাসে, নর্ডলিঙ্গেনের রিসার স্পোর্টপার্কের পরিবর্তন করে গার্ড-মুলার-স্টাডিওন করা হয়েছে, যেখানে মুলার তার খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন।[38][39]

খেলার শৈলী

লেখক ডেভিড উইনার তার বই ব্রিলিয়ান্ট অরেঞ্জ: দ্য নিউরোটিক জিনিয়াস অব ডাচ ফুটবলে লিখেছেন, "মুলার ক্ষুদ্রকায়, বেঁটে, বিশ্রী চেহারার এবং উল্লেখযোগ্যভাবে দ্রুত ছিল না; তিনি কখনই একজন দুর্দান্ত ফুটবল খেলোয়াড়ের প্রচলিত রীতি পূরণ করেননি, তবে স্বল্প দূরত্বে তার মারাত্মক ত্বরণ, অসাধারণ হেড এবং অস্বাভাবিক গোল করার ক্ষমতা ছিল। তার ছোট পা তাকে মাধ্যাকর্ষণের প্রতি একটি নিম্ন কেন্দ্র প্রদান করেছিল, যেন তিনি ফাঁকা জায়গায় দ্রুত গতিতে নিখুঁত ভারসাম্যের সাথে ঘুরে যেতে পারতেন, একই ক্ষেত্রে অন্যান্য খেলোয়াড়গণ পড়ে যান। অসম্ভাব্য পরিস্থিতিতে গোল করার দক্ষতাও তার ছিল।"[40]

মুকার শিথিল আলগা বল পেতে এবং রক্ষণভাগের খেলোয়াড়দের অতিক্রম করার জন্য গতির চরম ত্বরণ এবং বিভ্রান্তিকর পরিবর্তন ব্যবহার করেছিলেন।[41] তার সতীর্থ ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার মুলারের অস্বাভাবিক গতির প্রতি ইঙ্গিত করে বলেছেন: "তার গতি অবিশ্বাস্য ছিল। প্রশিক্ষণে আমি তার বিরুদ্ধে খেলেছি এবং আমি কখনও সুযোগ পাইনি।"[42]

ব্যক্তিগত জীবন

গেরহার্ড মুলার ১৯৪৫ সালের ৩রা নভেম্বর তারিখে পশ্চিম জার্মানির মিত্র-অধিকৃত জার্মানির নর্ডলিঙ্গেনে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ২০১৫ সালের ৬ই অক্টোবর তারিখে এক ঘোষণায় জানানো হয়েছিল যে, মুলার আলৎসহাইমার রোগে ভুগছেন।[43] ২০২১ সালের ১৫ই আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন।[44][45]

পরিসংখ্যান

ক্লাব

ক্লাবমৌসুমলিগকাপমহাদেশীয়অন্যান্যমোট
বিভাগম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোল
১৮৬১ নর্ডলিঙ্গেন১৯৬২–৬৩বেজির্কসলিগা শোয়াবেন
১৯৬৩–৬৪২৮৪৭২৮৪৭
মোট৩১৫১৩১৫১
বায়ার্ন মিউনিখ১৯৬৪–৬৫রেজিওনাললিগা সুড২৬৩৩৩২৩৯
১৯৬৫–৬৬বুন্দেসলিগা৩৩১৫৩৯১৬
১৯৬৬–৬৭৩২২৮৪৫৪৩
১৯৬৭–৬৮৩৪১৯৪৬৩০
১৯৬৮–৬৯৩০৩০৩৫৩৭
১৯৬৯–৭০৩৩৩৮৩৮৪২
১৯৭০–৭১৩২২২১০৪৭৩৯
১৯৭১–৭২৩৪৪০৪৮৫০
১৯৭২–৭৩৩৩৩৬১১১২৪৯৬৬
১৯৭৩–৭৪৩৪৩০১০৪৮৪৩
১৯৭৪–৭৫৩৩২৩৪৩৩০
১৯৭৫–৭৬২২২৩৩৫৩৫
১৯৭৬–৭৭২৫২৮১১৩৭৪৮
১৯৭৭–৭৮৩৩২৪৪২৩২
১৯৭৮–৭৯১৯২১১৩
মোট৪৫৩৩৯৮৬২৭৮৭৪৬৫১৬২২৬০৫৫৬৩
ফোর্ট লডারডেল স্ট্রাইকার্স১৯৭৯উত্তর আমেরিকান সকার লিগ২৫১৯২৭১৯
১৯৮০২৯১৪৩৬১৬
১৯৮১১৭১৭
মোট৭১৩৮৮০৪০
সর্বমোট৫৫৫৪৮৭৬২৭৮৭৪৬৫২৫২৪৭১৬৬৫৪

আন্তর্জাতিক

দলসালম্যাচগোল
পশ্চিম জার্মানি১৯৬৬
১৯৬৭
১৯৬৮
১৯৬৯
১৯৭০১২১৩
১৯৭১১২
১৯৭২১৩
১৯৭৩
১৯৭৪১২
সর্বমোট৬২৬৮

অর্জন

ব্যক্তিগত

  • বালোঁ দর: ১৯৭০[4]
  • জার্মান বর্ষসেরা ফুটবলার: ১৯৬৭, ১৯৬৯[48]
  • বুন্দেসলিগার ৪০ বছরের সেরা খেলোয়াড় ১৯৬৩–২০০৩[49]
  • কিকার বুন্দেসলিগা মৌসুম সেরা দল: ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০, ১৯৭১–৭২, ১৯৭২–৭৩[50][51][52][53]
  • বুন্দেসলিগার শীর্ষ গোলদাতা (কিকার-টর্জাগারকানন): ১৯৬৭, ১৯৬৯, ১৯৭০, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৮[2]
  • ইউরোপীয় গোল্ডেন শু: ১৯৭০, ১৯৭২[54]
  • ফিফা বিশ্বকাপ গোল্ডেন বুট: ১৯৭০[2]
  • ফিফা বিশ্বকাপ ব্রোঞ্জ বল: ১৯৭০[55]
  • ফিফা বিশ্বকাপ সর্বকালের সেরা দল: ১৯৭০[56]
  • উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শীর্ষ গোলদাতার তালিকা: ১৯৭২[2]
  • উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট সেরা দল: ১৯৭২[57]
  • ইউরোপিয়ান কাপ শীর্ষ গোলদাতা: ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭[58]
  • ফিফা অর্ডার অব মেরিট: ১৯৯৮[59]
  • ফিফা ১০০: ২০০৪[2]
  • গোল্ডেন ফুট: ২০০৭ (ফুটবল কিংবদন্তি হিসেবে)[60]
  • ব্রাভো অটো: স্বর্ণ পুরস্কার: ১৯৭৩, ১৯৭৪; রৌপ্য পুরস্কার: ১৯৭৫; ব্রোঞ্জ পুরস্কার: ১৯৭২, ১৯৭৬[61]
  • আইএফএফএইচএস কিংবদন্তি[62]
  • বায়ার্ন মিউনিখের সর্বকালের সেরা একাদশ[63]

তথ্যসূত্র

  1. "Gerd Müller" (জার্মান ভাষায়)। fussballdaten.de। ২৩ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮
  2. "Der Bomber wrote records for eternity"। FIFA.com। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮
  3. "France Football dedicates its own trophy to Gerd Müller"বায়ার্ন মিউনিখ (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২
  4. Moore, Rob; Stokkermans, Karel। "European Footballer of the Year ("Ballon d'Or")"। RSSSF। ১৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪
  5. "World Cup Rewind: Ronaldo sets all-time goals world record"Guinness World Records। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৮
  6. Stokkermans, Karel (৩০ জানুয়ারি ২০০০)। "IFFHS Century Elections"। RSSSF.com। ২৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৪
  7. "Gerd Müller ist tot"Süddeutsche.de (জার্মান ভাষায়)। ১৫ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  8. "Lewandowski makes Bundesliga history with goal 41 in Bayern Munich's title-winning campaign"goal.com। ২২ মে ২০২১। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১
  9. Uli Hesse (১৭ নভেম্বর ২০১২)। "Looking for Goals"ESPN। ২১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১২
  10. "Lionel Messi of Barcelona sets new goal-scoring record"। BBC Sport। ১০ ডিসেম্বর ২০১২। ১০ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২
  11. Shergold, Adam (৯ ডিসেম্বর ২০১২)। "Lionel Messi's record-breaking 2012 - month by month, game by game"Daily Mail Online। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  12. "Gerd Müller: One of the greatest goalscorers of all time"bundesliga.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  13. "Deutsche Stars in Nordamerika: Beckenbauer, Müller, Matthäus: Schweinsteigers Vorgänger"Westdeutsche Zeitung (জার্মান ভাষায়)। ২১ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  14. "Turkey - Germany, Oct 12, 1966 - International Friendlies - Match sheet"Transfermarkt। ১২ অক্টোবর ১৯৬৬। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  15. "Albania, Apr 9, 1967 - European Qualifiers - Match sheet"Transfermarkt। ৯ এপ্রিল ১৯৬৭। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  16. Alsos, Jan (২৮ ফেব্রুয়ারি ১৯৪৪)। "1970 - Squads - West Germany"Planet World Cup। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  17. "Germany - Squad World Cup 1970 Mexico"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  18. "Germany - Morocco 2:1 (World Cup 1970 Mexico, Group 4)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  19. "Morocco, Jun 3, 1970 - World Cup 1970 - Match sheet"Transfermarkt। ৩ জুন ১৯৭০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  20. Strack-Zimmermann, Benjamin (৩ জুন ১৯৭০)। "Germany vs. Morocco (2:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  21. "Germany - Appearances World Cup 1970"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  22. "FIFA World Cup: Milestones, facts & figures. Statistical Kit 7" (পিডিএফ)। FIFA। ২৬ মার্চ ২০১৩। ২১ মে ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  23. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  24. "1974 - Squads - West Germany"Planet World Cup। ২৮ ফেব্রুয়ারি ১৯৪৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  25. "Germany - Squad World Cup 1974 Germany"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  26. "FIFA World Cup™ • 1974-07-07"FIFA। ৭ জুলাই ১৯৭৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  27. Strack-Zimmermann, Benjamin (৭ জুলাই ১৯৭৪)। "Germany vs. Netherlands (2:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  28. "Germany - Appearances World Cup 1974"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  29. "Soviet Union, Jun 18, 1972 - EURO 1972 - Match sheet"Transfermarkt। ১৮ জুন ১৯৭২। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  30. Strack-Zimmermann, Benjamin (১৮ জুন ১৯৭২)। "Germany vs. Soviet Union (3:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  31. "Germany - USSR 3:0 (EURO 1972 Belgium, Final)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  32. "Netherlands - Germany 1:2 (World Cup 1974 Germany, Final)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  33. "Netherlands - Germany, Jul 7, 1974 - World Cup 1974 - Match sheet"Transfermarkt। ৭ জুলাই ১৯৭৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  34. Lomas, Mark (২৮ মে ২০১০)। "Gerd Muller: Der Bomber"ESPN Soccernet। ESPN। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১
  35. "Gerhard "Gerd" Müller – Goals in International Matches"RSSSF.com। Rec.Sport.Soccer Statistics Foundation। ১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৫
  36. "Klose breaks World Cup goal record"Goal.com। ৮ জুলাই ২০১৪। ১০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৫
  37. "World Cup in sight as Germany see off Austria"UEFA.com। ৬ সেপ্টেম্বর ২০১৩। ১৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৬
  38. Milde, Robert (৩০ অক্টোবর ২০১৯)। "Lust und Frust mit der Heimatstadt"Augsburger Allgemeine (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১ (সদস্যতা প্রয়োজনীয়)
  39. "Ein schönes Stadion hast du, Gerd"Abendzeitung München (জার্মান ভাষায়)। ২০ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  40. Schaaf, Susie (১০ ডিসেম্বর ২০১২)। "The Reason"ESPN.com। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  41. "PlayersBios"। hallofchampions.com। ৩১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩
  42. "Beckenbauer schwelgt in Erinnerungen" [Beckenbauer revels in memories]UEFA। ৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০...seine Schnelligkeit war unglaublich. Im Training habe ich gegen ihn gespielt und ich hatte nie eine Chance. Wir kannten seine Bewegungsabläufe, konnten ihn aber trotzdem nicht stoppen – so schnell war er.
  43. "Gerd Muller, Bayern Munich Legend, Diagnosed with Alzheimer's Disease"Bleacher Report। ৬ অক্টোবর ২০১৫। ৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৫
  44. "Gerd Müller ist tot: Der Bomber der Nation starb mit 75 Jahren"FOCUS Online (জার্মান ভাষায়)। ১৫ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  45. "'The greatest striker': Gerd Müller, legendary German forward, dies aged 75"The Guardian (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৬
  46. "Gerd Müller" (জার্মান ভাষায়)। fussballdaten.de। ১৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪
  47. "Der 38. Spieltag der Regionalliga Süd 1964/1965" (জার্মান ভাষায়)। fussballdaten.de। ৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪
  48. "Fußballer des Jahres seit 1960: Die Siegerliste" (জার্মান ভাষায়)। kicker.de। ১৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪
  49. Hartmann, Ulrich (১১ মে ২০১০)। ""Ich könnte heulen"" [I could cry] (জার্মান ভাষায়)। Sueddeutsche.de। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪
  50. "Bundesliga Historie 1968/69" (জার্মান ভাষায়)। kicker। ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮
  51. "Bundesliga Historie 1969/70" (জার্মান ভাষায়)। kicker। ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮
  52. "Bundesliga Historie 1971/72" (জার্মান ভাষায়)। kicker। ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮
  53. "Bundesliga Historie 1972/73" (জার্মান ভাষায়)। kicker। ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮
  54. "Topscorer 2012/2013: Lionel Messi (FC Barcelona)"। eusm.eu। ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪
  55. "Gerd Müller Biography; Age, Son, Stats, Awards, Relationship With Thomas Müller"ABTC। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  56. "FIFA World Cup All-Star Team"Football world Cup All Star Team। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  57. "1972 team of the tournament"। UEFA.com। ২ মে ২০১১। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪
  58. "Top Scorers"। futbal.org। ৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪
  59. "FIFA Order of Merit" (পিডিএফ)। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫
  60. "Legends"। Golden Foot। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৫
  61. Biermann, C.; Köster, P. (২০১৩)। Fast alles über 50 Jahre Bundesliga (জার্মান ভাষায়)। Kiepenheuer & Witsch eBook। পৃষ্ঠা 139। আইএসবিএন 978-3-462-30643-9। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  62. "IFFHS announce the 48 football legend players"। IFFHS। ২৫ জানুয়ারি ২০১৬। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৬
  63. "Fans name greatest reds of all time"FC Bayern München। ১ জুন ২০০৫। ৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.