গুয়াতেমালা নগরী

গুয়াতেমালা নগরী (স্পেনীয়: Ciudad de Guatemala সিউদাদ্‌ দে গুয়াতেমালা) মধ্য আমেরিকার রাষ্ট্র গুয়াতেমালার রাজধানী ও বৃহত্তম শহর।[3] এটি প্রশাসনিকভাবে দেশটির দক্ষিণ মধ্যভাগে গুয়াতেমালা জেলার গুয়াতেমালা পৌরসভাতে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি একটি আগ্নেয় উচ্চভূমির ভ্যালে দে লা এর্মিতা (Valle de la Ermita) নামক উপত্যকাতে সমুদ্র সমতল থেকে ১৪৯৩ মিটার উচ্চতায় অবস্থিত। এর জলবায়ু নাতিশীতোষ্ণ পার্বত্য প্রকৃতির। গুয়াতেমালা নগরী দেশটির প্রধান অর্থনৈতিক, পরিবহন ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশের সিংহভাগ শিল্পোৎপাদন কারখানাগুলি এই শহরে বা এর চারপাশের শহরতলীতে অবস্থিত। এখানে প্রায় ৯ লক্ষ ৪২ হাজার লোকের বাস।[4] বৃহত্তর গুয়াতেমালা মহানগর এলাকাতে প্রায় ২০ লক্ষ লোক বাস করে। জনসংখ্যার বিচারে এটি সমগ্র মধ্য আমেরিকার বৃহত্তম শহর। এর পূর্ণ সরকারী নাম নুয়েবা গুয়াতেমালা দে আসুনসিওন (Nueva Guatemala de la Asunción)।

গুয়াতেমালা নগরী
গুয়াতেমালা
রাজধানী শহর
নুয়েবা গুয়াতেমালা দে আসুনসিওন
Nueva Guatemala de la Asunción[1]
শহরের একাধিক দর্শনীয় স্থানের যৌগিকচিত্র
গুয়াতেমালা নগরীর পতাকা
পতাকা
গুয়াতেমালা নগরীর প্রতীক
প্রতীক
নীতিবাক্য: "তোদোস সোমোস লা সিউদাদ" "Todos somos la ciudad" (আমরা সবাই এই শহর), তু এরেস লা সিউদাদ "Tú eres la ciudad" (তুমিই শহর).
গুয়াতেমালার রূপরেখা প্রদর্শনকারী আন্তঃক্রিয়াশীল মানচিত্র
গুয়াতেমালা নগরী গুয়াতেমালা-এ অবস্থিত
গুয়াতেমালা নগরী
গুয়াতেমালা নগরী
গুয়াতেমালা নগরী উত্তর আমেরিকা-এ অবস্থিত
গুয়াতেমালা নগরী
গুয়াতেমালা নগরী
গুয়াতেমালার অভ্যন্তরে অবস্থান[2]
স্থানাঙ্ক: ১৪°৩৬′৪৮″ উত্তর ৯০°৩২′৭″ পশ্চিম
দেশগুয়াতেমালা
জেলাগুয়াতেমালা
প্রতিষ্ঠা১৭৭৬
সরকার
  ধরনপৌরসভা
  নগরপালরিকার্দো কিনিয়োনেস লেমুস (ইউনিয়নিস্ট)
আয়তন
  রাজধানী শহর৬৯২ বর্গকিমি (২৬৭ বর্গমাইল)
  স্থলভাগ১,৯০৫ বর্গকিমি (৭৩৬ বর্গমাইল)
  জলভাগ বর্গকিমি (০ বর্গমাইল)
উচ্চতা১,৫০০ মিটার (৪,৯০০ ফুট)
জনসংখ্যা (2018)
  রাজধানী শহর২৪,৫০,২১২
  জনঘনত্ব৪,৭২২.৭৬/বর্গকিমি (১২,২৩১.৯/বর্গমাইল)
  মহানগর৫.১০৩.৬৮৫
সময় অঞ্চলমধ্য আমেরিকা (ইউটিসি-6)
ডাক কোড01001 to 01025, excluding 20, 22, and 23
জলবায়ুCwb
ওয়েবসাইটwww.muniguate.com

গুয়াতেমালা নগরীতে ১৬৭৬ সালে (পুরাতন গুয়াতেমালা শহরে) প্রতিষ্ঠিত গুয়াতেমালার সান কার্লোস বিশ্ববিদ্যালয় দেশটির সর্বপ্রধান শিক্ষাকেন্দ্র। এখানে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত ফ্রান্সিসকো মাররোকিন বিশ্ববিদ্যালয় এবং ১৮৮০ সালে প্রতিষ্ঠিত জাতীয় সঙ্গীত মহাবিদ্যালয় অবস্থিত। এছাড়া কারিগরি, বাণিজ্যিক ও সামরিক শিক্ষার প্রতিষ্ঠানও আছে। এখানে বেশ কিছু পুরাতাত্ত্বিক ও ঐতিহাসিক জাদুঘর এবং ভূগোল ও ইতিহাস সমিতির কার্যালয় আছে। জাতীয় পুরাতাত্ত্বিক জাদুঘরে মায়া সভ্যতার অনেক নিদর্শন আছে। কেন্দ্রীয় চত্ত্বরের কাছে জাতীয় সংস্কৃতি প্রাসাদ অবস্থিত।

দর্শনীয় সরকারী ভবনগুলির মধ্যে আছে জাতীয় প্রাসাদ (১৯৪৩), প্রধান ডাকঘর, পুলিশের প্রধান কার্যালয়, জাতীয় সংরক্ষণাগার, জাতীয় গ্রন্থাগার, অত্যাধুনিক নাগরিক কেন্দ্র স্থাপনা সমবায় যার কেন্দ্রে নগরভবন এবং একটি বাজার আছে।

প্রধান ধর্মীয় স্থাপনাগুলির মধ্যে আছে কেন্দ্রীয় চত্ত্বরে (Plaza Mayor প্লাসা মাইয়োর) অবস্থিত মহাগির্জা বা ক্যাথেড্রাল (১৮১৫); কিছু ক্ষয়ক্ষতির পরে ক্যাথেড্রালটিকে ১৯৭৬ সালে আংশিক পুনর্নির্মাণ করা হয়। এখানে প্রচুর ঔপনিবেশিক আমলের চিত্রকর্ম ও ধর্মীয় খোদাইয়ের কাজ আছে। আরও আছে সান ফ্রান্সিসকো , সান্তো দোমিঙ্গো ও লা মের্সেদ নামের গির্জাগুলি। সান্তো দোমিঙ্গো গির্জাটি এর পবিত্র সপ্তাহব্যাপী মিছিলের জন্য সমগ্র মধ্য আমেরিকা অঞ্চলে বিখ্যাত। লা মের্সেদ গির্জাটি ঔপনিবেশিক আমলে প্রথম নির্মিত হয় এবং ১৯১৭ সালে এটিকে পুনর্নির্মাণ করা হয়।

নগরীর অন্যান্য আগ্রহজনক স্থানের মধ্যে আছে মিনের্ভা উদ্যানে গুয়াতেমালার কংক্রিট-নির্মিত ত্রিমাত্রিক ভূ-সংস্থানিক মানচিত্র (১৯০৫); ঔপনিবেশিক আমলের জলপরিবহন প্রণালী; মধ্য আমেরিকার অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য নির্মিত অলিম্পিক নগরী (১৯৫০) এবং শহরের কাছেই একাধিক উল্লেখযোগ্য মায়া সভ্যতার ধ্বংসাবশেষ রয়েছে। শহরের দক্ষিণ দিকের পথ ধরে সক্রিয় পাকায়া আগ্নেয়োগিরিতে পৌঁছানো যায়।

গুয়াতেমালা নগরীর কাছে চিনাউতলা গ্রামে হস্তনির্মিত মৃৎশিল্পদ্রব্য পাওয়া যায়। মিক্সকো গ্রামে শহরকে সরবরাহ করার জন্য ফল ও সবজির চাষ হয়। আরও আছে আদিবাসী আমেরিকান শহর সান পেদ্রো ও সান হুয়ান সাকাতেপেকেস। এগুলি সবই ১৯৭৬ সালের ভূমিকম্পে ব্যাপক ক্ষতির শিকার হয়। ২০০০ সালে নিকটবর্তী পাকাইয়া আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করলে বেশ কিছু গ্রাম থেকে অধিবাসীদেরকে সরিয়ে নেওয়া হয়।

গুয়াতেমালা নগরী ১৭৭৬ সালে দেশটির তৃতীয় রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৫২৭ সালে সিউদাদ বিয়েহা (Ciudad Vieja) নামক শহরটি ছিল ঐতিহাসিকভাবে দেশের প্রথম রাজধানী, কিন্তু সেটি বন্যা ও আগ্নেয় কর্মকাণ্ডের কারণে ১৫৪১ সালে ধ্বংসপ্রাপ্ত হয়। দ্বিতীয় রাজধানীটিকে তৎকালীন কাপ্তান-অধীনস্থ রাজ্য গুয়াতেমালার রাজধানী হিসেবে গড়ে তোলা হয়, যাকে বর্তমানে আন্তিগুয়া গুয়াতেমালা (Antigua Guatemala) নামে ডাকা হয়; এটি বর্তমান গুয়াতেমালা নগরীর কাছেই অবস্থিত। কিন্তু সেই শহরটিও ১৭৭৩ সালে সংঘটিত একটি ভূমিকম্পে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। স্পেনীয় শাসনামলে গুয়াতেমালা নগরী সমগ্র মধ্য আমেরিকার একটি প্রধান নগরীতে পরিণত হয়। ১৮২১ সালে গুয়াতেমালা রাষ্ট্রটি স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর গুয়াতেমালা নগরীটি প্রথমে আগুস্তিন দে ইতুর্বিদে (১৮২২-২৩)-র অধীন মেক্সিকো সাম্রাজ্যের গুয়াতেমালা প্রদেশের রাজধানী ছিল। এরপর প্রায় এক দশকেরও বেশি সময় ধরে (১৮২৩-১৮৩৪) এটি মধ্য আমেরিকান যুক্তরাষ্ট্রের রাজধানী হিসেবে কাজ করেছিল। ১৮৩৮-১৮৪০ সাল নাগাদ এই যুক্তরাষ্ট্রটি ভেঙে যায়, কেননা গুয়াতেমালা নগরীর রাস্তায় ও সরকারী ভবনগুলিতে উন্মুক্ত সহিংসতার কারণে মধ্য আমেরিকার অন্যান্য অঞ্চল ও রাষ্ট্রগুলি গুয়াতেমালার উপর আস্থা হারিয়ে ফেলে। ফলে অনেকবার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রটি পুনরায় আর গঠন করা যায়নি। শেষ পর্যন্ত গুয়াতেমালা একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ও গুয়াতেমালা নগরী দেশটির রাজধানীতে পরিণত হয়। কেসালতেনাঙ্গো (Quezaltenango) নামের একটি নগরী কার্যত গুয়াতেমালার সর্বপ্রধান শহর ছিল, কিন্তু সেটি ১৯০২ সালের একটি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেলে সেখানকার প্রধান পরিবারগুলি গুয়াতেমালা নগরীতে অভিবাসী হয়।

১৯১৭-১৮ সালে প্রায় ছয় সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে অনেকগুলি ভূমিকম্প শহরটিতে আঘাত হানে। এরপর শহরটিকে ব্যাপকভাবে পুনর্নির্মাণ করা হয়। পুরাতন শহরের দক্ষিণ সীমানায় অভিজাত আবাসিক এলাকা গড়ে উঠেছে। এছাড়া পুরাতন আমলের অনুচ্চ প্রশস্ত ভবনগুলির পরিবর্তে আধুনিককালে এসে আধুনিক নকশার ইস্পাত ও কংক্রিটের তৈরি বহুতলবিশিষ্ট হোটেল ভবন, কার্যালয় ভবন ও অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের চল হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন অংশে সুলভ আবাসিক ভবন গড়ে তোলা হয়েছে।

পরিদৃশ্য

গুয়াতেমালা নগরীর পরিদৃশ্য

তথ্যসূত্র

  1. Municipalidad de Guatemala 2014
  2. "United Nations "Map"" (পিডিএফ)
  3. "Carlos Enrique Valladares Cerezo, "The case of Guatemala City, Guatemala"" (পিডিএফ)
  4. "Guatemala: Estimaciones de la Población total por municipio. Período 2008-2020." [Guatemala: Estimates of the total population by municipality. 2008-2020 period.] (পিডিএফ)Organismo Judicial República de Guatemala। ২৩ জুলাই ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.