গুনিয়াউক ইউনিয়ন
গুনিয়াউক বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
গুনিয়াউক | |
---|---|
ইউনিয়ন | |
৮নং গুনিয়াউক ইউনিয়ন পরিষদ | |
গুনিয়াউক গুনিয়াউক | |
স্থানাঙ্ক: ২৪°৮′৫৭.১″ উত্তর ৯১°১৫′২৫.২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আবুল হোসেন |
আয়তন | |
• মোট | ১১.৭৭ বর্গকিমি (৪.৫৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৩,২৩৩ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৯.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন ও অবস্থান
গুনিয়াউক ইউনিয়নের আয়তন ২,৯০৮ একর (১১.৭৭ বর্গ কিলোমিটার)।[1] আয়তনের দিক থেকে এটি নাসিরনগর উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এ ইউনিয়নের দক্ষিণে হরিপুর ইউনিয়ন, পশ্চিমে পূর্বভাগ ইউনিয়ন ও বুড়িশ্বর ইউনিয়ন, উত্তরে ফান্দাউক ইউনিয়ন এবং পূর্বে চাপৈরতলা ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
গুনিয়াউক ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ৭টি।[2]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গুনিয়াউক ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩,২৩৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৩৫ জন এবং মহিলা ৬,৭৯৮ জন। মোট পরিবার ২,৬১৮টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১২৪ জন। মৌজা এবং গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[2]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ০৯৯ | বড় নিশ্চিন্তপুর | বড় নিশ্চিন্তপুর | ২১৯ | ১,০৩৮ |
০২ | ২৬৮ | বুরুঙ্গা | বুরুঙ্গা | ৮০ | ৩৯৭ |
০৩ | ৩০৮ | চিতনা | চিতনা | ৬৪০ | ৩,৪৩৪ |
০৪ | ৩৫৮ | দাওড়া | দাওড়া | ৬০ | ২৪৫ |
০৫ | ৪৮৭ | গুনিয়াউক | গুনিয়াউক | ১,০৫৫ | ৪,৯৫১ |
০৬ | ৪৯৭ | গুটমা | গুটমা | ৪৭৯ | ২,৬৯৮ |
০৭ | ৬০৬ | করগ্রাম | করগ্রাম | ৮৫ | ৪৭০ |
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গুনিয়াউক ইউনিয়নের সাক্ষরতার হার ২৯.৩%।[1]
যোগাযোগ ব্যবস্থা
নাসিরনগর উপজেলা সদর থেকে গুনিয়াউক ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নাসিরনগর-গুনিয়াউক সড়ক। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাজার থেকে হরিপুর হয়ে গুনিয়াউক ইউনিয়নে যাতায়াত করা যায়। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।[4]
খাল ও নদী
তিতাস নদীর একটি শাখা হরিপুর ইউনিয়ন হয়ে গুনিয়াউক ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে। এছাড়া এ ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ক্ষুরধর নদী।[5]
হাট-বাজার
গুনিয়াউক ইউনিয়নের প্রধান হাট/বাজার হল গুনিয়াউক বাজার। এছাড়া রয়েছে চিতনা বাজার, গুটমা বাজার এবং গুনিয়াউক গোলাম ছামদানী গরুর বাজার।[6]
উল্লেখযোগ্য ব্যক্তি
- আবদুর রসুল –– ব্রিটিশ ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী।
- বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন –– রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য।
- মঈনুল ইসলাম –– সাবেক চেয়ারম্যান, ম্যানেজম্যান্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।[9]
- রসুল বকুল –– কবি এবং গবেষক।[9]
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত"। amaderbrahmanbaria.org। আমাদের ব্রাহ্মণবাড়িয়া। ২৩ মার্চ ২০১৭। ১১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "যোগাযোগ ব্যবস্থা - গুনিয়াউক ইউনিয়ন"। goniaukup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "খাল ও নদী - গুনিয়াউক ইউনিয়ন"। goniaukup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "হাট-বাজারের তালিকা - গুনিয়াউক ইউনিয়ন"। goniaukup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "দর্শনীয় স্থান - গুনিয়াউক ইউনিয়ন"। goniaukup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "হযরত সৈয়দ 'ম' আলী মাজার শরীফ - নাসিরনগর ইউনিয়ন"। nasirnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - গুনিয়াউক ইউনিয়ন"। goniaukup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "শপথ গ্রহণ"। prothomalo.com। প্রথম আলো। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "জনপ্রতিনিধিদের তালিকা - গুনিয়াউক ইউনিয়ন"। goniaukup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।