গুজরাত

গুজরাট(গুজরাটি: ગુજરાત, আ-ধ্ব-ব: [gʊdʒraːt̪]) বা গুজরাট ভারতের সর্বপশ্চিমে অবস্থিত রাজ্য। এই রাজ্যের অধিবাসীরা প্রধানত গুজরাতিলোথালধোলাবীরার মতো প্রাচীন সিন্ধু সভ্যতার কয়েকটি কেন্দ্র এই রাজ্যে অবস্থিত। প্রাচীন কাল থেকেই ভারতের অর্থনৈতিক ইতিহাসে গুজরাট এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।[3] প্রাচীন ও বর্তমান ভারতের কয়েকটি প্রধান বন্দর এই রাজ্যে অবস্থিত। এই কারণে গুজরাত প্রাচীন কাল থেকেই ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রও বটে। বিশ্বের অন্যতম প্রাচীন বন্দর লোথালও এই রাজ্যে অবস্থিত ছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী [4] এবং পাকিস্তান রাষ্ট্রের স্থপতি মহম্মদ আলি জিন্নাহ ছিলেন গুজরাতি। বর্তমানে গুজরাতের অর্থব্যবস্থা ভারতের দ্রুত বর্ধনশীল অর্থব্যবস্থাগুলির অন্যতম।[5]

গুজরাত
ગુજરાત
রাজ্য
শীর্ষ এবং এল-আর থেকে: সবরমতী আশ্রম, সোমনাথ মন্দির, কচ্ছের রণ, দ্বারকাধিশ মন্দির, ঐক্যের মূর্তি, লক্ষ্মী বিলাস প্রাসাদ বড়োদরায়
গুজরাতের অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
ভারতের মানচিত্রে গুজরাতের অবস্থান
ভারতের মানচিত্রে গুজরাতের অবস্থান
গুজরাতের মানচিত্র
গুজরাতের মানচিত্র
স্থানাঙ্ক (গান্ধীনগর): ২৩°১৩′ উত্তর ৭২°৪১′ পূর্ব
দেশ ভারত
গঠন১ মে, ১৯৬০
রাজধানীগান্ধীনগর
বৃহত্তম শহরআহমেদাবাদ
জেলা৩৩
সরকার
  রাজ্যপালআচার্য দেবব্রত
  মুখ্যমন্ত্রীভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল (বিজেপি)
  বিধানসভাএককক্ষীয় (১৮২ আসন)
  লোকসভা কেন্দ্র৩৩
  হাইকোর্টগুজরাত হাইকোর্ট
আয়তন
  মোট১,৯৬,০২৪ বর্গকিমি (৭৫,৬৮৫ বর্গমাইল)
এলাকার ক্রম৫ম
জনসংখ্যা (২০১১)
  মোট৬,০৪,৩৯,৬৯২
  ক্রম৯ম
  জনঘনত্ব৩১০/বর্গকিমি (৮০০/বর্গমাইল)
ভাষা
  সরকারিগুজরাতি
  কথ্য ভাষা
সময় অঞ্চলভারতীয় সময় (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-GJ
এইচডিআইবৃদ্ধি ০.৫২৭[2] (medium)
এইচডিআই র‌্যাঙ্ক১১তম (২০১১)
লিঙ্গ অনুপাত৮৫৫/
সাক্ষরতা৮০.১৮%
ওয়েবসাইটgujaratindia.com

ইতিহাস

স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বর্তমান গুজরাত অঞ্চলটি দুটি ভাগে বিভক্ত ছিল।

প্রশাসনিক বিভাগ

অনেক গুলি বিভাগ আছে।

অর্থনীতি

এই রাজ্য আয়কর প্রদানে দেশের মধ্যে ৫ম সর্বোচ্চ অবদান রাখে। প্রায় ৪৯ হাজার কোটি রুপি আয়কর আদায় হয় এখান থেকে।

বেকারত্বের হারে এই রাজ্য ভারতের সর্বনিম্ম স্থানে রয়েছে। ১৫-২৯ বর্ষীয়দের ৮.৪% এবং সামগ্রিকভাবে ৩.২% রয়েছে মাত্র।

পরিবহন ব্যবস্থা

আকাশপথে

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর হলো :

রেলপথে

ভারতীয় রেলের অন্তর্গত পশ্চিম রেল ডিভিশন এই রাজ্যে বিস্তৃত।

খেলাধূলা

এই রাজ্যের প্রধান ক্রীড়া হচ্ছে ক্রিকেট। প্রধান স্টেডিয়াম হচ্ছে :

আরও দেখুন

তথ্যসূত্র

  1. http://www.languageinindia.com/sep2003/urduingujarat.html
  2. List of Indian states and territories by Human Development Index
  3. Introduction to Gujarat
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১০
  5. http://www.blonnet.com/iw/2009/01/25/stories/2009012551001500.htm%5B%5D

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.