গুগল পে সেন্ড

গুগল পে সেন্ড পূর্বে গুগল ওয়ালেট নামে পরিচিত ছিল।এটি এর গ্রাহকদের একটি ডিভাইসের মাধ্যমে বিনা ব্যয়ে অর্থ প্রেরণ করার সুবিধা দিয়ে থাকে।

গুগল পে সেন্ড
উন্নয়নকারীগুগল
প্রাথমিক সংস্করণ২৬ মে ২০১১ (2011-05-26)
প্ল্যাটফর্মঅ্যান্ড্রয়েড,আইওএস,ওয়েব প্লাটফর্ম
উপলব্ধ৬টিটি ভাষায়
ভাষার তালিকা
ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ৷ [1]
ওয়েবসাইটpay.google.com/send/

২০১৮ সালে, অ্যান্ড্রয়েড পে এবং গুগল ওয়ালেটকে গুগল পে নামে একীকরণ করা হয়েছিল। [2]

নিরাপত্তা

সমস্ত গুগল ওয়ালেট ব্যবহারকারীদের তাদের ওয়ালেট অ্যাকাউন্টে প্রবেশাধিকার রক্ষার জন্য একটি পিন থাকা দরকার। পেমেন্ট পিন ব্যবহৃত হয়,

  • একটি মোবাইল ডিভাইসে গুগল ওয়ালেট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশাধিকার অর্জন করার জন্য৷
  • গুগল ওয়ালেট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময়।
  • এটিএম থেকে গুগল ওয়ালেট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করার সময়।

পরিষেবা

গুগল পে ব্যবহার করে অর্থ প্রেরণ করা খুবই সহজ হয়৷ এর পরিষেবার মধ্যে উল্লেখযোগ্য হলো মোবাইল ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেন করা। যদি প্রাপকের গুগল পে একাউন্ট থাকে তবে এই পরিষেবা গ্রাহকদের একাউন্টে সরাসরি অর্থ প্রেরণ করে।

ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ব্যবহারকারীরা এই অ্যাকাউন্টে দুইটা ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করতে পারেন।[3] যুক্ত করা ব্যাংক অ্যাকাউন্টগুলোতে প্রাপ্ত অর্থ গুগল পে ব্যালেন্সে যায় এবং ব্যবহারকারী যুক্ত অ্যাকাউন্টে নগদ টাকা বাহির না করা পর্যন্ত সেখানেই থাকে।

গুগল পে অ্যাপ্লিকেশন গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে পাওয়া যায়।অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে, ব্যবহারকারী তাদের গুগল পে অ্যাকাউন্টে সমস্ত কিছু পরিচালনা করার জন্য একটি চার-অঙ্কের ব্যক্তিগত পরিচয় নম্বর (পিন) তৈরি করে।পিন ব্যবহারকারীর মোবাইল ডিভাইসে ওয়ালেট অ্যাপের প্রবেশাধিকার যাচাই করে। [4]

তথ্যসূত্র

  1. "Google Pay Send on the App Store"। Apple। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২
  2. Nieva, Richard; Bennett, Brian (৮ জানুয়ারি ২০১৮)। "Google merges payment platforms under Google Pay brand"CNETCBS Interactive। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮
  3. "Add a bank account - Wallet Help"। Google। ২০১৬-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-০৮
  4. "Set up your Wallet app - Wallet Help"। Google। ২০১৬-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.