গুগল কিপ
গুগল কিপ (ইংরেজি: Google Keep) গুগলের ডেভেলপ করা নোট বা চিরকুট রাখার একটি অ্যাপ্লিকেশন। গুগল কিপ ২০১৩ সালের ২০ মার্চ অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অপারেটিং সিস্টেম এবং ওয়েব অ্যাপ্লিকেশান হিসেবে অবমুক্ত করা হয়। ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত এটি গুগল প্লে থেকে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
![]() | |
চিত্র:Google Keep Android.png গুগল কিপের অ্যান্ড্রয়েড সংস্করণ | |
উন্নয়নকারী | গুগল |
---|---|
প্রাথমিক সংস্করণ | ২০ মার্চ ২০১৩ |
অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব |
ওয়েবসাইট | www![]() |
![](../I/Google_Keep_icon_(2015-2020).svg.png.webp)
গুগল কিপ আইকন
বৈশিষ্ট্য সমূহ
গুগল কিপে যে ফিচার বা বৈশিষ্ট্যগুলো আছে তা হলো কালার কোডিং নোট, ছবি রাখা, লিস্ট তৈরি করা, জিও-ফেন্সিং, নোট শেয়ার করা ও রঙের মাধ্যমে খোঁজা।[1][2]
তথ্যসূত্র
- "Why you should use google keep"। Lifehacker.com। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪।
- "Google Keep now lets you share lists with friends and family, filter notes by attributes"। venturebeat.com। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.