গুইমারা উপজেলা

গুইমারা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি খাগড়াছড়ির নবম উপজেলা। ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১০৯তম সভায় এই উপজেলাকে অনুমোদন দেয়া হয়।[1]

গুইমারা
উপজেলা
গুইমারা
গুইমারা
বাংলাদেশে গুইমারা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৮′৪৬″ উত্তর ৯১°৫২′৪৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৪৪০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

গুইমারা উপজেলায় আয়তন ১১৫ বর্গ কিলোমিটার। এ উপজেলার উত্তরে মাটিরাঙ্গা উপজেলা, দক্ষিণে মানিকছড়ি উপজেলা, লক্ষ্মীছড়ি উপজেলামহালছড়ি উপজেলা, পূর্বে মহালছড়ি উপজেলা, পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলারামগড় উপজেলা

প্রশাসনিক এলাকা

গুইমারা উপজেলায় বর্তমানে ৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম গুইমারা থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ

জনসংখ্যার উপাত্ত

গুইমারা ইউনিয়ন: পরিবার (খানা) ৩১৭১ টি; জনসংখ্যা ১৪৯৩৯ জন। আয়তন: ২২৪০০ একর।

হাফছড়ি ইউনিয়ন: পরিবার (খানা) ৪৪৩৮টি; জনসংখ্যা ২০৯৩৩ জন। আয়তন: ২১৭৬০ একর।

সিন্দুকছড়ি ইউনিয়ন: পরিবার (খানা) ১৭২৬টি; জনসংখ্যা ৮৩৩০ জন। আয়তন: ১৬০০০ একর।

তথ্যসূত্র: আদমশুমারি ও গৃহগণনা ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

শিক্ষা

সাক্ষরতার হার:

গুইমারা ইউনিয়ন: মোট ৩৯.৮% পুরুষ ৪৪.৭% মহিলা ৩৪.৭%

হাফছড়ি ইউনিয়ন: মোট ৩৯.১% পুরুষ ৪৩.৯% মহিলা ৩৪.১%

সিন্দুকছড়ি ইউনিয়ন: মোট ২৮.০% পুরুষ ৩৫.৬% মহিলা ৩৯.৭%

তথ্যসূত্র: আদমশুমারি ও গৃহগণনা ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

জনপ্রতিনিধি

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[2] সংসদ সদস্য[3][4][5][6][7] রাজনৈতিক দল
২৯৯ পার্বত্য খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলা কুজেন্দ্র লাল ত্রিপুরা বাংলাদেশ আওয়ামী লীগ

তথ্যসূত্র

  1. "৬ মার্চ নতুন গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭
  2. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  3. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  4. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  5. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.