গিরিশ মঞ্চ
গিরিশ মঞ্চ হল কলকাতার বাগবাজার অঞ্চলের একটি নাট্যমঞ্চ।[1] ১৯৮৬ সালের ১ জুলাই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই মঞ্চটির উদ্বোধন করেন।[2] মঞ্চটি নামকরণ হয়েছে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নামে।[3]
গিরিশ মঞ্চ | |
---|---|
সাধারণ তথ্য | |
অবস্থান | বাগবাজার |
ঠিকানা | ৭৬/১, বাগবাজার স্ট্রিট, কলকাতা - ৭০০০০৩ |
শহর | কলকাতা |
দেশ | ভারত |
উদ্বোধন | ১ জুলাই, ১৯৮৬ |
স্বত্বাধিকারী | পশ্চিমবঙ্গ সরকার |
মঞ্চের নকশা করা হয়েছিল পূর্ত দফতরের পক্ষ থেকে। এই দফতরই মঞ্চের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। মঞ্চটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের নিয়ন্ত্রণাধীন।[2] বিভিন্ন নাট্যগোষ্ঠী নিয়মিত এই মঞ্চটি ব্যবহার করে। গিরিশ মঞ্চ কলকাতার অন্যতম ব্যস্ত নাট্যমঞ্চ।[4]
তথ্যসূত্র
- Robert W. Bradnock (১৯৯৩)। South Asian handbook। Trade & Travel Publications। পৃষ্ঠা 486। আইএসবিএন 978-0-900751-40-0। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১২।
- "Girish Mancha" (পিডিএফ)। West Bengal Government। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১২।
- "Entertainment in Kolkata"। Kolkata Municipal Coroporation। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১২।
- Indu Ramchandani (২০০০)। Students' Britannica India। Popular Prakashan। পৃষ্ঠা 290–। আইএসবিএন 978-0-85229-760-5। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.