গিদো রোদ্রিগেস

গিদো রোদ্রিগেস (স্পেনীয়: Guido Rodríguez, স্পেনীয় উচ্চারণ: [ɡˈiðo ɾoðɾˈiɣeθ]; জন্ম: ১২ এপ্রিল ১৯৯৪) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব রিয়াল বেতিস এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

গিদো রোদ্রিগেস
২০১৮ সালে আমেরিকার হয়ে গিদো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গিদো রোদ্রিগেস
জন্ম (1994-04-12) ১২ এপ্রিল ১৯৯৪
জন্ম স্থান সায়েন্স পেনিয়া, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল বেতিস
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৬ রিভার প্লেত ১৬ (১)
২০১৬দেফেন্সিয়া হুস্তিসিয়া (ধার) ১৫ (০)
২০১৬–২০১৭ তিহুয়ানা ৩৯ (৫)
২০১৭–২০২০ আমেরিকা ১০৩ (১২)
২০২০– রিয়াল বেতিস ৯৫ (৩)
জাতীয় দল
২০১৭– আর্জেন্টিনা ২৫ (১)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৩১, ১৩ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৩১, ১৩ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

গিদো ২০১৭ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

গিদো রোদ্রিগেস ১৯৯৪ সালের ১২ই এপ্রিল তারিখে আর্জেন্টিনার সায়েন্স পেনিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

২০১৭ সালের ৯ই জুন তারিখে, ২৩ বছর, ১ মাস ও ২৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী গিদো ব্রাজিলের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[1] উক্ত ম্যাচের ৬৮তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় পাওলো দিবালার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[2] ম্যাচে তিনি ২৭ নম্বর জার্সি পরিধান করে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[3] ম্যাচটি আর্জেন্টিনা ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[4] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে গিদো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

১৩ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
আর্জেন্টিনা২০১৭
২০১৯
২০২০
২০২১১০
২০২২
সর্বমোট২৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.